মহালয়া মানেই পুজোর (Durga Puja 2022) ফাইনাল কাউন্টডাউন শুরু। আর পুজো মানেই ঠাকুর দেখা, খাওয়াদাওয়া আড্ডা। তবে পুজোতে কারও কারও জীবনে একটি বিষয় অনেক সময় ঘটে যায়, তা হল প্রেমে পড়া। ঠাকুর দেখতে বেড়িয়ে পথে বা প্যান্ডেলে অনেক সময়ই কোনও একজনকে ভাল লেগে যায়, মনে ধরে যায়, বা বলা ভাল, মনে বিশেষ অনুভূতির জন্ম হয়। সোজা কথায় বলতে গেলে লাভ অ্যাট ফার্স্ট সাইট (Love At First Sight) বা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান অনেকে। কিন্তু কীভাবে বুঝবেন যে আপনি প্রেমে পড়েছেন (Signs Of True Love)?
১. মনে শুধু তাঁরই ভাবনা
পুজোর দিনগুলিতে যদি কারও প্রেমে পড়েন, আর যদি তিনি আপনার পূর্ব পরিচিত বা পরিচিতা হন তাহলে দেখবেন উৎসবের বাকি সময়টায় শুধু তাঁর কথাই মাথায় আসছে। তাঁকে বারেবারে দেখতে ইচ্ছা করছে। আর যদি তাঁকে প্রথম দেখেন বা তিনি আপনার অপরিচিত, তাহলেও দেখবেন মন থেকে তাঁর ভাবনা সরছেই না। যদি এমনটা আপনার সঙ্গেও হয়, তাহলে বুঝবেন নিশ্চিত প্রেমে পড়েছেন।
২. জীবন সঙ্গী করার ইচ্ছা
পুজোয় কারও প্রেমে পড়লে দেখবেন, উৎসব মিটে যাওয়ার পরেও শুধু তাঁর কথাই মনে পড়ছে। তাঁর জন্য উপহার কিনতে ইচ্ছা করছে এবং সর্বোপরি তাঁকে নিজের জীবনসঙ্গী করতে ইচ্ছা হচ্ছে। আসলে এগুলিই হল সত্যিকারের ভালবাসা বা ট্রু লাভের (True Love) লক্ষণ। যদি এগুলো আপনার মনেও চলতো থাকে, তাহলে বেশি দেরি না করে মনের কথা সেই মানুষটিকে বলে দিন।
৩. অন্য কাউকে ভাল লাগবে না
যখন দেখবেন সেই বিশেষ মানুষটিকে দেখার পরে অন্যকোনও ছেল বা মেয়েকে আর ভাল লাগছে না, বা সেই স্পেশাল পার্সনকেই সবচেয়ে সুন্দর বলে মনে হচ্ছে, তখন বুঝবেন আপনার মনে প্রেমের ফুল ফুটেছে। কারণ সত্যিকারের প্রেমে মনের মানুষই হয় সবার সেরা। এমনটা হলে ধরে নিতে হবে আপনি অবশ্যই প্রেমে পড়েছেন।
আরও পড়ুন - ফুসফুসকে সতেজ রাখবে এই ৫ খাবার, এড়ানো যাবে ক্যান্সারের ঝুঁকিও