scorecardresearch
 

Winter Skin Care Tips : শীতে ত্বক থাকবে নরম-মোলায়েম, শুধু মেনে চলুন এই রুটিন

শীতে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও বিশেষ গুরুত্বপূর্ণ। শীতকালে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। তবে সঠিক রুটিন অনুসরণ করে ত্বকে পৌঁছে দেওয়া যেতে পারে পুষ্টি। যার ফলে নরম ও মোলায়েম থাকবে ত্বক। এই প্রতিবেদনে শেয়ার করা হচ্ছে তেমনই কিছু টিপস, যার ফলে শীতে সুস্থ থাকবে ত্বকের স্বাস্থ্য।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • চলে এসেছে শীতকাল
  • যত্ন নিতে হবে ত্বকের
  • এখানে রইল কিছু টিপস

দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীত। আর শীতে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও বিশেষ গুরুত্বপূর্ণ। শীতকালে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। তবে সঠিক রুটিন অনুসরণ করে ত্বকে পৌঁছে দেওয়া যেতে পারে পুষ্টি। যার ফলে নরম ও মোলায়েম থাকবে ত্বক। এই প্রতিবেদনে শেয়ার করা হচ্ছে তেমনই কিছু টিপস, যার ফলে শীতে সুস্থ থাকবে ত্বকের স্বাস্থ্য।

১. ফেস ওয়াশ
অনেকেই ফেসওয়াশ ব্যবহার করনে। তবে শীতকালে ত্বক খুব শুষ্ক থাকে। তাই এই সময় দিনে মাত্র একবার বা সর্বোচ্চ ২ বার মুখ ধোয়া উচিত।

২. টোনার
মুখ ধোয়ার পর অবশ্যই টোনার লাগাতে হবে। এক্ষেত্রে ত্বক অনুযায়ী টোনার বেছে নিন।

৩. সিরাম
সিরাম ত্বকে সঠিক পুষ্টি জোগায়। এর সাহায্যে বার্ধক্যের লক্ষণ এবং ব্রণও নিয়ন্ত্রণ করা যায়। তাই শীতকালে ত্বকে অবশ্যই সিরাম ব্যবহার করুন।

৪. ময়েশ্চারাইজার
সিরাম লাগানোর পর, শীতকালে ত্বকে পুষ্টি জোগাতে অবশ্যই লাগান ময়েশ্চারাইজার। এটি ত্বককে নরম রাখে।

৫. ঠোঁটের যত্ন
শীতকালে ঠোঁটের যত্ন নেওয়াও জরুরি। কারণ এই সময় ঠোঁট ফেটে যায়। এক্ষেত্রে শুষ্ক ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে লিপবাম ব্যবহার করতে পারেন।

৬. নাইট ক্রিম
শীতের দিনে রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম লাগান। এটি ত্বককে কোমল এবং উজ্জ্বল রাখবে। ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

৭. হাতে এবং পায়ে ক্রিম লাগান
মুখের পাশাপাশি হাত-পায়ের যত্ন নেওয়াও জরুরি। এর জন্য হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিম ব্যবহার করতে পারেন।

৮. মেকআপ রিমুভ
মুখে মেকআপ থাকা অবস্থায় রাতে ঘুমালে ত্বকের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। তাই শীতে ত্বকের ক্ষতি এড়াতে ঘুমানোর আগে মেকআপ তুলে ফেলুন।

Advertisement

আরও পড়ুন - বক্রি হচ্ছে মঙ্গল, ৩ রাশির জীবনে চরম দুর্ভাগ্যের আশঙ্কা

 

Advertisement