scorecardresearch
 
Advertisement
পর্যটন

Puja Special Package IRCTC: পুজোয় পাহাড়-ডুয়ার্স বেড়াতে যাচ্ছেন? স্পেশাল প্যাকেজ ঘোষণা IRCTC-র

পুজো প্যাকেজ
  • 1/10

Puja Special Package IRCTC: পুজোর গন্ধ আসতে শুরু করেছে। আর পুজো মানেই শুধু ঠাকুর দেখা নয়, অনেকের কাছে ছুটিতে ঘুরতে যাওয়াও। সেই প্রাচীন কাল থেকেই এই ট্র্যাডিশন চলে আসছে।

পুজো প্যাকেজ
  • 2/10

স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত তাঁর লেখায় তুলে ধরেছেন পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ের কথা। তিনি লিখেছিলেন, "এবার আবু পাহাড় না মাদুরা, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং?"

পুজো প্যাকেজ
  • 3/10

পুজো যদিও অক্টোবরে, তবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মনে মনে। কারণ আগে থেকে ছুটি ম্যানেজ করে ঠিকঠাকভাবে ট্রেনের টিকিট-হোটেল বুকিং এসব না করা থাকলে ছুটি মাঠে মারা যাবে। কারণ শেষ মুহূর্তে কিছুই মিলবে না।

Advertisement
পুজো প্যাকেজ
  • 4/10

এমনিতেই পুজোর সময় ঘুরতে যাওয়া ও প্রবাসীদের বাড়ি ফেরার ভিড় থাকে, তাই সাধারণভাবে ট্রেনে টিকিট কেটে যাওয়াটা একটু সমস্যার হয়ে যায়। বিশেষ করে একসঙ্গে একাধিক টিকিট প্রায় মেলে না বললেই চলে।

পুজো প্যাকেজ
  • 5/10

আর এই সমস্য়ার সমাধানে এগিয়ে এসেছে  রেলওয়ে সংস্থা IRCTC। তাদের কাছে আপনার জন্য সঠিক অফার রয়েছে। দার্জিলিং এবং ডুয়ার্সে দুটি বিশেষ প্যাকেজ ট্যুর ঘোষণা করা হয়েছে আইআরসিটিসির তরফে।

পুজো প্যাকেজ
  • 6/10

কবে থেকে শুরু প্যাকেজ?

২১ অক্টোবর সপ্তমীতে শিয়ালদহ স্টেশন থেকে দুটি ট্রিপ শুরু হবে। যারা প্যাকেজ বুকিং করবেনন তাদের এসি ৩-টায়ার কোচে সমস্ত টিকিট বুক করা হবে।

পুজো প্যাকেজ
  • 7/10

কতদিনের ট্রিপ?

আইআরসিটিসি জানিয়েছে, “দুটি ট্রিপই হবে ছয় দিন ও পাঁচ রাতের। এখানে ভেঙে প্যাকেজ নেওয়ার সুবিধা থাকছে না। যাঁরা প্যাকেজ নেবেন, এই কদিনের ছুটি ম্যানেজ করতে হবে।

Advertisement
পুজো প্যাকেজ
  • 8/10

কোন ট্রিপের খরচ কত?

দার্জিলিং ভ্রমণের খরচ হবে জনপ্রতি 21,100 টাকা এবং ডুয়ার্স ট্রিপে জনপ্রতি খরচ হবে 18,850 টাকা,” IRCTC আধিকারিক দীপঙ্কর মান্না সংবাদমাধ্যমকে জানিয়েছেন৷ প্যাকেজ খরচ ট্রেনের টিকিট, খাবার এবং থাকা সহ সমস্ত খরচ কভার করবে।

 

 

পুজো প্যাকেজ
  • 9/10

জানা গিয়েছে, পর্যটকরা ডিলাক্স হোটেলে থাকবেন এবং দর্শনীয় স্থান দেখার জন্য গাড়ি দেওয়া হবে। এই প্রতিটি ভ্রমণের জন্য, ৩০ টি আসন রয়েছে। ডুয়ার্স ভ্রমণে ভ্রমণকারীদের বিশেষ বাংলা থালি সরবরাহ করা হবে। মূলত অফবিট জায়গা ঘোরানো হবে।

 

পুজো প্যাকেজ
  • 10/10

প্যাকেজে কোন কোন ট্রেন থাকছে?

দার্জিলিং এবং ডুয়ার্সের মতো উত্তরবঙ্গের গন্তব্যগুলি তাদের পুজোর ছুটির পরিকল্পনা করা ভ্রমণকারীদের মধ্যে তালিকায় বেশি। পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস সবচেয়ে জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে রয়েছে।

Advertisement