scorecardresearch
 
Advertisement

Kolkata Radio Man EXCLUSIVE: মহালয়া: এবারও রেডি কলকাতার রেডিওম্যান অমিত, চলছে ফ্রি সার্ভিসও, দেখুন

Kolkata Radio Man EXCLUSIVE: মহালয়া: এবারও রেডি কলকাতার রেডিওম্যান অমিত, চলছে ফ্রি সার্ভিসও, দেখুন

শাস্ত্র মতে যদি বলা হয়, তা হলে মহালয়া আসলে বিষাদের দিন। পিতৃপুরুষদের স্মৃতি তর্পণের দিন। শ্রাদ্ধের দিন। এহেন মহালয়াকে উত্‍সবের এক অনন্য স্তরে পৌঁছে দিয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। রেডিওয় কাঁপা, ব্যারিটোন গলায় সেই চণ্ডীপাঠ বছরের পর বছর শিহরণ জাগায় আপামর বাঙালিকে। টিভি ছাড়িয়ে স্মার্টফোন এসেছে, কিন্তু মহালয়ার দিন বাঙালির রেডিও প্রেম আজও অটুট। পুরনো রেডিও সারানোর হিড়িকও পড়ে যায়। রেডিও নিয়ে কোনও রকম সমস্যা মুশকিল আসান কলকাতার রেডিও ম্যান অমিত কর্মকার। রেডিও প্রেম কোন পর্যায়ে যেতে পারে, এই মানুষটির কীর্তিতে মালুম হয়। ফ্রি-তে রেডিও ভালোবেসে ফ্রি-তেও সারিয়ে দেন তিনি। স্রেফ নিখাদ ভালবাসা।

The Radio man of Kolkata is ready For Mahalaya 2022

Advertisement