scorecardresearch
 
Advertisement

Netaji Great Escape: মধ্যরাতে গাড়িতে বেরোলেন, সুভাষ আর ঘরে ফেরেননি, এই সেই গাড়ি

Netaji Great Escape: মধ্যরাতে গাড়িতে বেরোলেন, সুভাষ আর ঘরে ফেরেননি, এই সেই গাড়ি

৩৮/২ লালা লাজপত রাই সরণীর বাড়িটিতে ঢুকলেই একটি নীল রঙের গাড়ি দেখতে পাওয়া যায়। বেশ সুন্দর করে রাখা রয়েছে। শোকেসের মতো করে চারিদিকে কাঁচ দিয়ে ঘেড়া রয়েছে গাড়িটি। এই গাড়িটি ছিল শরৎ বসুর পুত্র শিশিরকুমার বসুর। আজ থেকে প্রায় ৮২ বছর আগে জানুয়ারির এক রাতে এলগিন রোডের বাড়ি থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওয়ান্ডারার ডব্লু ২৪ এই গাড়িই  ১৯৪১ সালের ১৬ জানুয়ারি রাতে নেতাজিকে গোমো পৌঁছে দিয়ে এসেছিল। বলতেই হবে সুভাষচন্দ্র থেকে নেতাজি হয়ে ওঠার পথে গাড়িটি একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। নেতাজির অন্তর্ধানের সেই বাহন আজও সংরক্ষিত রয়েছে নেতাজির এনগিন রোডের বাড়িতে।

Unknown Fact About Netaji and Car Wanderer W24

Advertisement