scorecardresearch
 

Joginder Sharma: আত্মহত্যায় প্ররোচনা? T20 বিশ্বকাপের সেই হিরোর বিরুদ্ধে FIR

যোগিন্দর সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, হিসারে পবন নামে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন যোগীন্দররা। যদিও যোগিন্দরের বক্তব্য, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। যেখানে হিসারেরই ডিএসপি যোগিন্দর শর্মা। 

Advertisement
যোগিন্দর শর্মা যোগিন্দর শর্মা

2007 World Cup, DSP Joginder Sharma: ২০০৭-এর টি২০ বিশ্বকাপে সেই ঐতিহাসিক ওভারের নায়ক যোগিন্দর সিংয়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হল হরিয়ানার হিসারে। বর্তমানে DSP যোগিন্দর শর্মা ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের শেষ ওভারে দুর্দান্ত বল করে টিম ইন্ডিয়াকে জিতিয়েছিলেন। বর্তমানে তিনি হরিয়ানা পুলিশের ডিএসপি।

যোগিন্দর সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, হিসারে পবন নামে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন যোগীন্দররা। যদিও যোগিন্দরের বক্তব্য, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। যেখানে হিসারেরই ডিএসপি যোগিন্দর শর্মা। 

বিষয়টিতে এএসপি রাজেশ কুমার মোহনের বক্তব্য, আত্মহত্যায় প্ররোচনা ও এসসি-এসটি অধিকার ধারা লঙ্ঘনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। পবনের মা সুনীতার অভিযোগের ভিত্তিতে হিসারের DSP যোগিন্দর শর্মা, অজয়বীর, ঈশ্বর ঝাঝারিয়া, প্রেম খাটি এবং রাজেন্দ্র সিহাগের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

সুনীতার বক্তব্য, তাঁর দুই ছেলে এবং দুই মেয়ে প্রত্যেকেই অবিবাহিত। সবার বড় ছিলেন  পবন। অভিযুক্ত ব্যক্তিরা গত কয়েকবছর ধরেই তাঁদের পরিবারকে চাপ দিচ্ছিল। যে বাড়িতে তাঁরা থাকেন, সেটা নিয়েও হিসারের একটি আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছিল। আর এই মামলার কারণেই পবন যথেষ্ট মানসিক চাপে ছিলেন। 

গোটা বিষয়টিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা বোলার যোগিন্দর শর্মার দাবি, পবনকে তিনি চেনেন না। কখনও আলাপও হয়নি। সাড়ে ৩ বছরের পুলিশ কেরিয়ারে অনেক মামলার তদন্ত করেছেন। এরকম কোনও মামলা আসেনি। 

ইনপুট: প্রবীণ কুমার

 

Advertisement