scorecardresearch
 

ICC World Cup 2023: টিম ইন্ডিয়ার সাফল্যের রহস্য কী? সৌরভ পাক সংবাদমাধ্যমকে জানালেন...

বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। আইসিসি-র ট্রফি জিততে না পারলেও, লাগাতার ধারাবাহিক পারফর্ম করছে ভারতীয় দল। কীভাবে এত ভয়ঙ্কর হয়ে উঠল রোহিত শর্মার ভারত? পাকিস্তানের একটি টেলিভিশন শো ‘দ্য প্যাভিলিয়ন’-এ দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মা সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মা

বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। আইসিসি-র ট্রফি জিততে না পারলেও, লাগাতার ধারাবাহিক পারফর্ম করছে ভারতীয় দল। কীভাবে এত ভয়ঙ্কর হয়ে উঠল রোহিত শর্মার ভারত? পাকিস্তানের একটি টেলিভিশন শো ‘দ্য প্যাভিলিয়ন’-এ দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, রোহিতদের ভয়ঙ্কর হয়ে ওঠার তিন কারণ। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বলেন, 'শুধু আইপিএল খেললে ভাল খেলা যায় না। টি-টোয়েন্টি ক্রিকেট টাকা এনে দেয়। কিন্তু ভাল খেলতে হলে বড় ফরম্যাটের ক্রিকেট খেলতে হবে। চার দিনের, পাঁচ দিনের ক্রিকেট খেলতে হবে। ভারতের ভাল খেলার বড় কারণ ঘরোয়া ক্রিকেটের উন্নতি। এই দেশে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো খুব ভাল। সেই কারণে ক্রিকেটারেরা তৈরি হওয়ার সময় পাচ্ছে। আন্তর্জাতিক স্তরেও ভাল খেলতে পারছে।'

পাশাপাশি সৌরভ মনে করেন, টাকা থাকলেই হয় না, তা সঠিক জায়গায় খরচ করতে জানতে হয়। আর সেটাই করেছে বিসিসিআই। আর সেই কারণেই ভারতীয় ক্রিকেটের এমন উন্নতি। সৌরভ বলেন, 'বোর্ডের কাছে টাকার অভাব নেই। কিন্তু সেই টাকাটা ঠিক জায়গায় যাচ্ছে। ভাল কাজে খরচ করা হচ্ছে। ক্রিকেটারেরা বুঝতে পেরেছে, ক্রিকেট খেললে আর্থিক ভাবে তাকে সমস্যায় পড়তে হবে না। এই নিরাপত্তা কোনও খেলোয়াড়ের কাছে জরুরি। সেটা ভারতে পাওয়া যাচ্ছে।' 

যে কোনও ক্রিকেটারের ক্ষেত্রেই ম্যাচ খেলা খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রচুর ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে প্রতিভাবান ক্রিকেটারদের। আর তার সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। সৌরভ বলেন, 'এখন সেপ্টেম্বর মাসে ক্রিকেটের মরশুম শুরু হয়। টানা মার্চ মাস পর্যন্ত চলে। তার পরে শুরু হয় আইপিএল। চলে মে মাস পর্যন্ত। তার মানে, এক জন ক্রিকেটার সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত খেলে। তার মধ্যে সব ধরনের ক্রিকেট আছে। সেই কারণে অনেক তাড়াতাড়ি তৈরি হতে পারে তারা।'  

আরও পড়ুন

Advertisement

Advertisement