scorecardresearch
 

ICC World Cup 2023 India VS New Zealand: ফাইনালে যাবে ভারত? যে ৫ ফর্মুলায় নিউজিল্যান্ডকে হারাতে পারেন রোহিতরা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। টানা নয় ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছান ভারতীয় দলের সামনে নিউজিল্যান্ড বেশ শক্ত গাঁট হতে পারে। এবারের বিশ্বকাপে একবার দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় দল জিতলেও, এবার একেবারে অন্য লড়াই। কীভাবে ফাইনালে উঠতে পারে ভারতীয় দল। 

Advertisement
রোহিত শর্মা ও কেন উইলিয়ামসন রোহিত শর্মা ও কেন উইলিয়ামসন

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। টানা নয় ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছান ভারতীয় দলের সামনে নিউজিল্যান্ড বেশ শক্ত গাঁট হতে পারে। এবারের বিশ্বকাপে একবার দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় দল জিতলেও, এবার একেবারে অন্য লড়াই। কীভাবে ফাইনালে উঠতে পারে ভারতীয় দল। 

দ্রুত আউট করতে হবে কেন উইলিয়ামসনকে
ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় সমস্যা তৈরি করতে পারেন কিউইয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। গ্রুপ পর্বের ম্যাচে যদিও উইলিয়ামসন চোটের জন্য খেলতে পারেননি। ভারতের বিরুদ্ধে উইলিয়ামসনের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ২৮টি ওডিআই ম্যাচে ১০৭৮ রান করেছেন। তাঁর গড় ৪৩.১২। উইলিয়ামসন ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দারুণ ব্যাটিং করে ভারতীয় দলকে সমস্যায় ফেলেছিলেন। উইলিয়ামসনকে তাড়াতাড়ি আউট করতে ভারত সফল হলে ফাইনালে ওঠার পথ আরও সহজ হয়ে যাবে।

বোল্ট-ফার্গুসনকে পাল্টা আক্রমণ করতে হবে
কিউই দলে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং লকি ফার্গুসনের মতো বিপজ্জনক ফাস্ট বোলার রয়েছে। বিশেষ করে বাঁহাতি বোলার ট্রেন্ট বোল্ট ভারতীয় ব্যাটসম্যানদের জন্য সমস্যা তৈরি করতে পারেন। বোল্ট সাধারণত ভারতের বিরুদ্ধে শুরুতেই এক বা দুই উইকেট নেন। এর ফলে ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। ভারতীয় ব্যাটাররা সেমিফাইনাল ম্যাচে শুরুতেই বোল্ট ও ফার্গুসনের ওপর চাপ সৃষ্টি করলে সমস্যায় পড়তে পারে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে জয়ের পথ খুলে যাবে ভারতের জন্য।

আরও পড়ুন

ওপেনারদের দ্রুত আউট করতে হবে
চলতি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। ২৩ বছর বয়সী রচিন রবীন্দ্র ব্যাট হাতে যেমন দুর্দান্ত ঠিক একই ভাবে উইকেটও নিচ্ছেন । এবারের বিশ্বকাপে ৯ ম্যাচব খেলে মোট ৫৬৫ রান করেছেন রবীন্দ্র। তিনটি সেঞ্চুরি ও দু'টি হাফ সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে ৭৫ রানের দারুণ ইনিংস খেলেছিলেন রবীন্দ্র। ফলে এই দুই ব্যাটারের উইকেট দ্রুত তুলতে হবে । দুই ওপেনারকে আউট করেই ভারত মিডল অর্ডার ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করতে পারে।

Advertisement

কোহলি-রোহিতকে রান করতে হবে 
বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫০৩ রান করেছেন। গড় ৫৫.৮৮ । ৯ ম্যাচ খেলে ৫৯৪ রান করেছেন বিরাট। গড় ৯৯।  এই দুই অভিজ্ঞ ব্যাটার যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান তুলতে পারেন, তাহলে ভারতের জয়ের সম্ভাবনা বাড়বে।


শামি-বুমরা ও সিরাজকে ভাল বল করতে হবে
ম্যাচ জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব তিন ফাস্ট বোলারের। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরা যে ভাবে বল করছেন, সেই ছন্দ ধরে রাখতে পারলে ভারতীয় দল অনেকটাই এগিয়ে। নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধ্বংস করার দায়িত্ব এই তিনজনের কাঁধে পড়বে। এবারের বিশ্বকাপে বুমরা, সিরাজ ও শামি একসঙ্গে ৪৫ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ৫৪ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন শামি। এছাড়া মাঝের ওভারে স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে।

Advertisement