scorecardresearch
 

ICC World Cup 2023 Mohammed Shami: ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে ৫০ উইকেট শামির, কাদের পেছনে ফেললেন বাংলার পেসার?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে দারুণ নজির গড়লেন মহম্মদ শামি। বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেললেন তিনি। এর আগে কোনও ভারতীয় বোলারের এই কৃতিত্ব নেই। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেন তিনি। আর তারপরেই এই রেকর্ড গড়েন শামি।

Advertisement
মহম্মদ শামি মহম্মদ শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে দারুণ নজির গড়লেন মহম্মদ শামি। বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেললেন তিনি। এর আগে কোনও ভারতীয় বোলারের এই কৃতিত্ব নেই। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেন তিনি। আর তারপরেই এই রেকর্ড গড়েন শামি। 

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে কেরিয়ারের ৫০তম ওয়ান ডে সেঞ্চুরি করে সচিনের বিশ্বরেকর্ড ভাঙেন বিরাট কোহলি। তবে শামির রেকর্ডও লাইমলাইটে। আজকের ম্যাচের আগে মাইলস্টোন ছোঁয়ার জন্য দরকার ছিল ৩টি উইকেট। কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসনকে সাজঘরে ফিরিয়ে লক্ষ্যে পৌঁছে যান শামি। বুধবার মুম্বইয়ে নিউজিল্যান্ডের টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যান ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামনসন, ডারিল মিচেল ও টম লাথামকে সাজঘরে ফেরান মহম্মদ শামি। পরে টিম সাউদি ও লকি ফার্গুসনকেও সাজঘরের পথে ফেরত পাঠান তিনি। এই ৭টি উইকেট নেওয়ায় ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে শামির উইকেট সংখ্যা দাঁড়ায় ৫৪টি। তিনি মোটে ১৭টি ম্যাচে বল করে এই কৃতিত্ব অর্জন করেন। 

শামি বিশ্বের সপ্তম বোলার হিসেবে ওয়ান ডে বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেললেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৭১টি উইকেট), শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন (৬৮টি উইকেট), অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (৫৯টি উইকেট), শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা (৫৬টি উইকেট), পাকিস্তানের ওয়াসিম আক্রম (৫৫টি উইকেট) ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (৫৩টি উইকেট)।

মহম্মদ শামি প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ২০১৫ সালে। ৭টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন। এরপর ২০১৯ বিশ্বকাপে মাত্রে ৪টি ম্যাচে মাঠে নেমে শামি নেন ১৪টি উইকেট। ২০২৩ বিশ্বকাপেও শুরু থেকে দলে ছিলেন না শামি। ৬টি ম্যাচে মাঠে নেমে ২৩টি উইকেট সংগ্রহ করেন মহম্মদ শামি।  নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে ৭টি উইকেট তুলে নেন। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে ভারতের আর কোনও বোলার এক ম্যাচে ৭টি উইকেট নিতে পারেননি। শামিই ভারতের প্রথম বোলার, যিনি বিশ্বকাপের নক-আউটে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। এবারের বিশ্বকাপে শামি এই নিয়ে ৩ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন। বিশ্বকাপের সার্বিক ইতিহাসে এই নিয়ে মোট ৪ বার ইনিংসে ৫ উইকেট নেন শামি, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তিনি ভেঙে দেন মিচেল স্টার্কের রেকর্ড। স্টার্ক বিশ্বকাপে মোট ৩ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। 

আরও পড়ুন

Advertisement


 

Advertisement