scorecardresearch
 

ICC World Cup 2023: বিশ্বকাপে ব্যাক্তিগত ক্যারিশমায় কারা করলেন কামাল? দেখে নিন

ICC World Cup 2023: ফাইনালে নামার আগে এখনও পর্যন্ত এই টু্র্নামেন্টে কামাল করেছেন কারা তা একবার আসুন দেখে নিই। এই রেকর্ডগুলির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। শেষমেষ কার হাতে উঠতে পারে ব্যক্তিগত পুরস্কারগুলি, ফাইনালের আগে চোখ বুলিয়ে নেওয়া যাক। দু'একটি জায়গায় সামান্য রদবদল হলেও হতে পারে। তবে বেশির ভাগই যা রয়েছে তা মোটামুটি নিশ্চিত।

Advertisement
বিশ্বকাপে ব্যাক্তিগত ক্যারিশমায় কারা করলেন কামাল? দেখে নিন বিশ্বকাপে ব্যাক্তিগত ক্যারিশমায় কারা করলেন কামাল? দেখে নিন
হাইলাইটস
  • সাত উইকেট নিয়ে নায়ক শামি
  • শামির হাতে চুমু অশ্বিনের

ICC World Cup 2023: আপাতত বিশ্বকাপ ফাইনালে নিজেদের জায়গা সুনিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। বুধবারের মেগা সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়ে প্রথম দল হিসেবে আমেদাবাদে নিজেদের একটি প্যাভিলিয়ন বুক করে ফেলেছে টিম ইন্ডিয়া। বিরাট থেকে রোহিত, শামি থেকে শ্রেয়স, রাহুল থেকে বুমরা কিংবা জাদেজা থেকে কুলদীপ, কেউ কারও চেয়ে কম নন এই প্রমাণ দিয়ে আপাতত নিশ্চিন্ত তাঁরা। যদিও কাজ এখনও শেষ নয়। ভারতীয় দলের বিপক্ষে কারা শেষমেষ জায়গা করে নেবে, তার জন্য আজ বৃহস্পতিবার কলকাতায় ইডেন গার্ডেনে লড়ছে এই বিশ্বকাপের দ্বিতীয় ও তৃতীয় সবচেয়ে ধারাবাহিক দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

যদিও এই লেখা পর্যন্ত প্রথমার্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে লড়ছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে এবং সেঞ্চুরিতে ভর করে কিছুটা মুখ রক্ষা করেছেন তাঁরা। শেষমেষ কারা বিজয়ী হয়, তা কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে। তবে পাল্লা ভারী এখনও অস্ট্রেলিয়ার দিকে। অন্যদিকে ফাইনালে নামার আগে এখনও পর্যন্ত এই টু্র্নামেন্টে কামাল করেছেন কারা তা একবার আসুন দেখে নিই। এই রেকর্ডগুলির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। শেষমেষ কার হাতে উঠতে পারে ব্যক্তিগত পুরস্কারগুলি, ফাইনালের আগে চোখ বুলিয়ে নেওয়া যাক। দু'একটি জায়গায় সামান্য রদবদল হলেও হতে পারে। তবে বেশির ভাগই যা রয়েছে তা মোটামুটি নিশ্চিত।

সর্বোচ্চ রানের তালিকার সেরা পাঁচ

১. এক বিরাট কোহলি (ভারত)                ১০ ম্যাচ ৭১১ রান

২. কুইন্টন ডিকক     (দক্ষিণ আফ্রিকা)   ৯ ম্যাচ  ৫৯১ রান

৩. রাচিন রবীন্দ্র         (নিউজিল্যান্ড)       ১০ ম্যাচ ৫৭৮ রান

৪. ড্যারিল মিচেল       (নিউজিল্যান্ড)      ১০ ম্যাচ ৫৫২ রান

Advertisement

৫. রোহিত শর্মা            (ভারত)               ১০ ম্যাচ ৫৫০ রান

সর্বোচ্চ উইকেট প্রাপক এর তালিকা প্রথম পাঁচ

১. মহম্মদ শামি            (ভারত)        ৬ ম্যাচ ২৩ উইকেট

২. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)  ২২ উইকেট।

৩. দিলশান মধুশঙ্কা (শ্রীলঙ্কা) ২১ উইকেট

৪. জেরাল্ড কোয়েটজি (দঃ আফ্রিকা) ৭ ম্যাচ ১৮ উইকেট

৫. জসপ্রীত বুমরা (ভারত) ১০ ম্যাচ ১৮ উইকেট

৬. শাহিন আফ্রিদি (পাকিস্তান) ৯ ম্যাচ ১৮ উইকেট

সর্বোচ্চ স্কোর সেরা পাঁচ

১. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) সর্বোচ্চ ২০১

২. মিচেল মার্শ        (অস্ট্রেলিয়া)             ১৭৭

৩. কুইন্টন ডি কক   (দঃ আফ্রিকা) ১৭৪

৪. ডেভিড ওয়ার্নার  (অস্ট্রেলিয়া) ১৬৩

৫. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড) ১৫২

সেরা বোলিং ফিগার সেরা পাঁচ

১. মহম্মদ শামি (ভারত) ৫৭ রানের ৭ উইকেট

২. মহম্মদ শামি (ভারত) ১৮ রানে ৫ উইকেট 

৩. রবীন্দ্র জাদেজা (ভারত)৩৩ রানে ৫ উইকেট

৪. মহম্মদ শামি (ভারত)৫৪ রানের ৫ উইকেট

৫. শাহিন আফ্রিদি (পাকিস্তান) ৫৪ রানে ৫ উইকেট


সেরা ব্যাটিংগড় সেরা পাঁচ

১. বিরাট কোহলি (ভারত) ১০১.৫৭

২. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৮৫.৩৩

৩. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)৭৯.৪০

৪. কে এল রাহুল (ভারত) ৭৭.২০

৫. শ্রেয়স আইয়ার (ভারত) ৭৫.১৪

বোলিং গড় সেরা পাঁচ

১. মহম্মদ শামি (ভারত) ৯.১৩

২. অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা) ১৭.৮৩

৩. জসপ্রাীত বুমরা (ভারত) ১৮.৩৩

৪. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ১৮.৯০

৫. জেরাল্ড কোয়েটজি (দঃ আফ্রিকা) ১৯.৩৮


সবচেয়ে বেশি সেঞ্চুরি

কুইন্ট ডিকক (দঃ আফ্রিকা) ৯ ম্যাচে ৪ সেঞ্চুরি

রাচিন রবীন্দ্র (নিউজিল্য়ান্ড) ১০ ম্যাচে ৩ সেঞ্চুরি

বিরাট কোহলি (ভারত) ১০ ম্যাচে ৩ সেঞ্চুরি

মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ০৯ ম্যাচে ২ সেঞ্চুরি

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ০৯ ম্যাচে ২ সেঞ্চুরি

মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৮ ম্যাচ দুই সেঞ্চুরি

ভ্যান দার ডুসেন (দঃ আফ্রিকা) ৯ ম্যাচে দুই সেঞ্চুরি

রোহিত শর্মা (ভারত) ১০ ম্যাচে ২ সেঞ্চুরি

শ্রেয়স আইয়ার (ভারত) ১০ ম্যাচে দুই সেঞ্চুরি

সর্বোচ্চ হাফ সেঞ্চুরি

১. বিরাট কোহলি (ভারত) ১০ ম্যাচে ৫ টি অর্ধশতরান

২. বাবর আজম (পাকিস্তান) ৯ ম্যাচে ৪ টি অর্ধশতরান

৩. পথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) ৯ ম্যাচে ৪ টি অর্ধশতরান

৪. শুভমান গিল (ভারত) ৮ ম্যাচে ৪টি অর্ধশতরান

৫. আব্দুল্লাহ শফিক (পাকিস্তান) ৮ ম্যাচে ৩ অর্ধশতরান

৬. এইডেন মার্করাম (দঃ আফ্রিকা) ৯ ম্য়াচে ৩ অর্ধশতরান

৭. আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান) ৯ ম্য়াচে ৩ অর্ধশতরান

৮, হাসমাতুল্লাহ শাহিদি (আফগানিস্তান) ৯ ম্য়াচে ৩ অর্ধশতরান

৯.জো রুট অর্ধশতরান (ইংল্যান্ড) ৯ ম্য়াচে ৩ 

১০. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৯ ম্য়াচে ৩ অর্ধশতরান

১১.রহমত শাহ (আফগানিস্তান) ৯ ম্য়াচে ৩ অর্ধশতরান

১২.রোহিত শর্মা (ভারত) ৯ ম্য়াচে ৩ অর্ধশতরান

১৩, শ্রেয়স আইয়ার (ভারত) ৯ ম্য়াচে ৩ অর্ধশতরান

সবচেয়ে কৃপণ বোলিং

রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৩.৪০

জসপ্রীত বুমরা (ভারত) ৩. ৯৮

মহম্মদ নবী (আফগানিস্তান) ৪.১৫

রবীন্দ্র জাদেজা (ভারত) ৪.২৫

Advertisement

কুলদীপ যাদব (ভারত) ৪.৩২

পাঁচ উইকেট হল

১. মহম্মদ শামি (ভারত) ৫৭-৭

২. মহম্মদ শামি (ভারত) ১৮-৫

৩. রবীন্দ্র জাদেজা (ভারত) ৩৩-৫

৪. মহম্মদ শামি (ভারত) ৫৪-৫

৫. শাহিন আফ্রিদি (পাকিস্তান) ৫৪-৫

সর্বোচ্চ ছক্কা

১. রোহিত শর্মা ২৮

২. শ্রেয়স আইয়ার ২৪

৩. গ্লেন ম্যাক্সওয়েল ২২

৪. ড্যারিল মিচেল ২২

৫. কুইন্টন ডিকক ২১

সর্বোচ্চ চার

১. বিরাট কোহলি ৬৪

২, রোহিত শর্মা ৬২

৩. কুইন্টন ডিকক ৫৭

৪. রাচিন রবীন্দ্র ৫৫

৫.ডেভন কনওয়ে ৫৪

ওভারঅল বাউন্ডারি

১. রোহিত ৯০

২. ডিকক ৭৮

৩. বিরাট ৭৩

৪. রবীন্দ্র ৭২

৫. মিচেল ৭০

(এই হিসেব অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচের আগে পর্যন্ত)

Advertisement