scorecardresearch
 

ICC World Cup 2023 Final India VS Australia: ফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়লেন রোহিত, চোখ ছলছল রিতিকারও

২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারতীত দল। সেই দলে জায়গা পাননি টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন। সেই দলে সুযোগ না পেয়ে বেশ ভেঙে পড়েছিলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে থেকেও ফাইনালে হারতে হল রোহিত শর্মার ভারতীয় দলকে। বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল তাঁর। স্বাভাবিক ভাবেই, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতাশ। সবার আগে ড্রেসিংরুমে চলে গেলেন রোহিত।

Advertisement
রিতিকা সাজদেহ ও রোহিত শর্মা রিতিকা সাজদেহ ও রোহিত শর্মা

২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারতীত দল। সেই দলে জায়গা পাননি টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন। সেই দলে সুযোগ না পেয়ে বেশ ভেঙে পড়েছিলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে থেকেও ফাইনালে হারতে হল রোহিত শর্মার ভারতীয় দলকে। বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল তাঁর। স্বাভাবিক ভাবেই, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতাশ। সবার আগে ড্রেসিংরুমে চলে গেলেন রোহিত।

চোখে জল রিতিকার

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হারতে হওয়ায় গ্যালারিতে কেঁদে ফেললেন রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ। পেছনে অনুষ্কা শর্মাকেও দেখা যায় লজ্জায় মুখ ঢাকতে। শুধু রিতিকা নয়, গোটা ভারতের ক্রিকেট ফ্যানরা আজ কাঁদছেন। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করতে নেমে দারুণ ইনিংস খেলেন রোহিত শর্মা। ৪৭ রান করে তিনি আউট হওয়ার পরেই ভারতীয় দলের অন্য কোনও ব্যাটারকে তাঁর মতো দাপট দেখাতে দেখা যায়নি।  

বিরাট কোহলি ও কেএল রাহুল ছাড়া কেউই  হাফ সেঞ্চুরি করতে পারেননি। ৬৩ বলে ৫৪ রান করে প্লেড অন হন বিরাট কোহলি। চারটে চার মারলেও, একটাও ছক্কা মারতে পারেননি কিং কোহলি। ১০৭ বল খেলে ৬৬ রান করে আউট হন কেএল রাহুল। লোয়ার মিডল অর্ডারে  কেউ রান পাননি।


জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারালেও, আক্রমণের রাস্তা থেকে এক ফোঁটাও সরেনি অস্ট্রেলিয়া। মার খেতে থাকেন ভারতীয় বোলাররা। স্যুইংও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা। রান আসতে থাকায়, চাপ অনেকটাই কমে যায় অজিদের। সেখান থেকে ট্রাভিস হেড ও লাবুশেন দলকে চ্যাম্পিয়ন করেন। 

Advertisement

Advertisement