scorecardresearch
 

IND VS AUS World Cup Final: 'আজ ফল যাই হোক...' ফাইনালের আগে রোহিতদের পেপটক গম্ভীরের

তাঁর করা ৯৭ রানের ইনিংস ভারতীয় দলকে এনে দিয়েছিল বিশ্বকাপ। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে উইনিং শট ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি মারলেও, তার ভিতটা গড়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ফাইনাল ম্যাচে চাপটা যে ঠিক কতটা হয় তা তাঁর থেকে ভালো কেউ জানে না। বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলে চাপটা আরও অনেকটা বেড়ে যায় সন্দেহ নেই। রবিবারের মেগা ফাইনালের আগে রোহিত শর্মাদের বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ওপেনার।

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

তাঁর করা ৯৭ রানের ইনিংস ভারতীয় দলকে এনে দিয়েছিল বিশ্বকাপ। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে উইনিং শট ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি মারলেও, তার ভিতটা গড়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ফাইনাল ম্যাচে চাপটা যে ঠিক কতটা হয় তা তাঁর থেকে ভালো কেউ জানে না। বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলে চাপটা আরও অনেকটা বেড়ে যায় সন্দেহ নেই। রবিবারের মেগা ফাইনালের আগে রোহিত শর্মাদের বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ওপেনার।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার উপর থেকে চাপটা কিছুটা হলেও সরিয়ে নেওয়ার চেষ্টা করেন গম্ভীর। ভারতীয় দল এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে টানা ১০টা ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে তারা। সেই কারণেই রোহিতদের জন্য গম্ভীরের পরামর্শ, 'তোমারা চ্যাম্পিয়ন টিম ছিলে, আছো, থাকবে। আজকের ফল কী হবে তা নিয়ে আগে থেকে ভেবো না।' পাশাপাশি গম্ভীরের বিশ্বাস, ফাইনালে কাপ্টেন রোহিত শর্মার দলের হয়ে ম্যাচের রঙ বদলে দিতে পারেন শ্রেয়স আইয়ার। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তাকিয়ে আছেন কলকাতার এখনকার অধিনায়কের দিকে। 

ম্যাচের রঙ বদলে দিতে পারেন কারা?

আরও পড়ুন

গম্ভীর বলেছেন, 'আমার মতে ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অনেকেরই ম্যাচের রং বদলে দিতে পারেন। তবে তাদের মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা শ্রেয়সের। বিশ্বকাপের সব ক্রিকেটারের মধ্যেই এ ব্যাপারে এগিয়ে রয়েছে শ্রেয়স। চোটের জন্য বেশ কিছু দিন খেলতে পারেনি। দলে জায়গা ফিরে পাওয়ার জন্য লড়াই করতে হয়েছে। তার পর প্রতিযোগিতার নকআউট পর্বে ৭০ বলে দুর্দান্ত শতরান। ফাইনালে মাঝের ওভারগুলোয় ও-ই ভারতীয় দলের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটার হবে। বিশেষ করে যখন গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা বল করবে।'    

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

Advertisement