scorecardresearch
 

MS Dhoni No 7 Jersey: ধোনির সেই ৭ নম্বর জার্সি কোনও প্লেয়ার পাবেন? বড় সিদ্ধান্ত নিল BCCI

২০০৭ সালে ধোনির নেতৃত্বেই টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নেন ২০২০ সালের ১৫ অগাস্ট। টেস্ট ক্রিকেট থেকে ২০১৪ সালেই অবসর ঘোষণা করেছিলেন ধোনি।

Advertisement
এম এস ধোনি এম এস ধোনি
হাইলাইটস
  • ধোনির জার্সির অবসর
  • ভারতের অন্যতম সেরা অধিনায়ক
  • কীভাবে জার্সির নম্বর বাছাই করা হয়?

MS Dhoni No 7 Jersey Retired by BCCI: ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত ৭ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত নিল BCCI। বিসিসিআই জানিয়ে দিয়েছে, ধোনির ৭ নম্বর জার্সি ভারতীয় দলের আরও কোনও প্লেয়ারকে দেওয়া হবে না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসরের ৩ বছর পর সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। গোটা কেরিয়ারে ধোনি যে নম্বরের জার্সি পরে খেলেছেন, ধোনির সঙ্গে সেই নম্বরটিও অবসর নিল এবার।

ধোনির জার্সির অবসর

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর অনুযায়ী, ধোনির মতো এরকম সম্মান আর একজন ক্রিকেটারকেই দেওয়া হয়েছে। তিনি হলেন সচিন তেন্ডুলকার। সচিনের ১০ নম্বর জার্সি ২০১৭ সালে অবসর নেয়। রিপোর্ট অনুযায়ী, ধোনির জার্সির ৭ নম্বর ভারতীয় দলে আরও কোনও ক্রিকেটারকে দেওয়া হবে না। 

আরও পড়ুন

ভারতের অন্যতম সেরা অধিনায়ক

২০০৭ সালে ধোনির নেতৃত্বেই টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নেন ২০২০ সালের ১৫ অগাস্ট। টেস্ট ক্রিকেট থেকে ২০১৪ সালেই অবসর ঘোষণা করেছিলেন ধোনি।

৭ ও ১০ নম্বরের অবসর

ইতিমধ্যেই ভারতীয় দলে ডেবিউ করবেন, এমন প্লেয়ারদের বিসিসিআই জানিয়ে দিয়েছে, সচিন ও ধোনির জার্সির নম্বরের কোনও বিকল্প নেই। তাই আবেদন করা যাবে না এই নম্বর চেয়ে। 

সচিন তেন্ডুলকার
সচিন তেন্ডুলকার

কীভাবে জার্সির নম্বর বাছাই করা হয়?

ভারতীয় দলে ডেবিউ করলে সংশ্লিষ্ট প্লেয়ারকে ১ থেকে ১০০-র মধ্যে যে কোনও একটি নম্বর বাছাই করতে বলে আইসিসি। তবে বিসিসিআই-এর নিয়ম হল, ৬০ নম্বর পর্যন্ত বাছাই করতে পারবেন প্লেয়াররা। 

Advertisement

TAGS:
Advertisement