২০০৩ সালের বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রাথদের সামনে ফাইনালে দাঁড়াতেই পারেননি ভারতের ব্যাটাররা। তবে সেসব এখন অতীত। ২০ বছরে ক্রিকেট যেমন বদলে গিয়েছে, তেমনভাবেই বদলেছে ভারতীয় দলও। এখন তাঁরা দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষদের ১০০ রানের মধ্যেই অলআউট করে ফেলছে। অনেকেই বলছেন ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল যা ছিল, তার থেকেও বেশ ভয়ানক রোহিত শর্মার ভারত। এবারের বিশ্বকাপে এখনও আট ম্যাচের একটাও হারেনি তারা। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানের ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া।