scorecardresearch
 

East Bengal vs Odisha FC: লাল কার্ড বিতর্ক, তালালের চোট; ওড়িশার বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল

প্লে অফে উঠতে হলে সব ম্যাচ জিততেই হবে। এমন অবস্থা থেকেই ঘরের মাঠে হেরে বসল ইস্টবেঙ্গল। ম্যাচের আগেই জানা গিয়েছিল ওড়িশা এফসি ম্যাচে খেলছেন না ডিমানটাকোস ও সল ক্রেসপো। চোট পেয়ে ম্যাচ শুরু হতেই উঠে যান মাদিহ তালাল। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আর সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। 

Advertisement
east bengal east bengal

প্লে অফে উঠতে হলে সব ম্যাচ জিততেই হবে। এমন অবস্থা থেকেই ঘরের মাঠে হেরে বসল ইস্টবেঙ্গল। ম্যাচের আগেই জানা গিয়েছিল ওড়িশা এফসি ম্যাচে খেলছেন না ডিমানটাকোস ও সল ক্রেসপো। চোট পেয়ে ম্যাচ শুরু হতেই উঠে যান মাদিহ তালাল। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আর সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। 

ম্যাচ ঘোরাল লাল কার্ড
ম্য়াচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের ফুটবলার জিকসন সিং। ওড়িশা এফসি-র ফুটবলার দিয়েগো মরিশিওকে ট্যাকলের জন্য জিকসনকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। এই সিদ্ধান্ত নিয়েই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। জিকসন যে গতিতে দৌড়চ্ছিলেন, সেক্ষেত্রে তাঁর রিফ্লেক্সে হাতটা উঠে গিয়েছিল দিয়েগো মরিশিওর মুখে। পাশাপাশি বলের দখলও ছিল ইস্টবেঙ্গল ফুটবলারের কাছে। রেফারি চাইলে ব্যাপারটা ফাউল দিয়ে মিটিয়ে ফেলতে পারতেন। এমনটাই মনে করছেন ফ্যানরা। 

এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল
লালচুংনুঙ্গা ইস্টবেঙ্গলকে দারুণ গোল এনে দেন। নাওরেম মহেশের কর্নার লাফিয়ে ধরতে গিয়েও ফস্কান অমরিন্দর সিং। বক্সের জটলায় বল চলে যায় হিজাজি মাহেরের পায়ে। তাঁর শট মুর্তাদা ফল কোনওমতে আটকে দিলেও, ফিরতি বল গোলে ঠেলে দেন লালচুংনুঙ্গা।

আরও পড়ুন

বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল

ওড়িশা দ্রুত সমতা ফেরায় প্রভসুখন গিলের ভুলে। ইসাক রালতের পাস থেকে জেরি বল পেয়ে দেখতে পান প্রভসুকান প্রথম পোস্ট ফাঁকা করে দাঁড়িয়ে আছেন ক্রসের অপেক্ষায়। তাই ফাঁকা প্রথম পোস্ট লক্ষ্য করে হালকা শট মেরেছিলেন জেরি। সেই শট প্রথম পোস্ট দিয়ে ঢুকে যায়। এ সব ক্ষেত্রে ফুটবলার ক্রস করার পর প্রথম পোস্ট ছেড়ে দ্বিতীয় পোস্টের দিকে ছুটে যান গোলকিপারেরা। তবে প্রভসুখনের অনুমানক্ষমতা এ ক্ষেত্রে ভুল প্রমাণিত হয় এবং দাম চোকাতে হয় ইস্টবেঙ্গলকে। 

Advertisement
তালালের চোট
তালালের চোট

তালালের চোট চিন্তা বাড়াল

ম্যাচের মাত্র দশ মিনিটেই উঠে যেতে হয় তালালকে। পাঁচ মিনিটের মাথায় হুগো বুমোসের সঙ্গে সংঘর্ষ। আর তাতেই হাঁটুতে চোট পান। মাঠে এবং মাঠের বাইরে বেশ কিছু ক্ষণ চিকিৎসা চললেও বোঝাই যাচ্ছিল আর পারবেন না। মিনিট তিনেক পর কিছুটা জোর করেই যেন মাঠে নামলেন। মাঠে নেমেও খোঁড়াচ্ছিলেন তালাল। দশ মিনিট যেতে না যেতেই পড়ে যান। স্ট্রেচারে চড়িয়ে মাঠ থেকে বের করতে হয় তাঁকে। ম্যাচ শেষে ওড়িশার দুই ফুটবলারের কোলে চড়ে মাঠের বাইরে যান ফরাসি তারকা। 

আনোয়ারের ভুলে গোল হজম

আনোয়ারের ভুলেই দ্বিতীয় গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। সারা ম্যাচ দারুণ খেললেও, শেষে এসে ভুল করেন তিনি। ডান দিক থেকে মোরিসিও বল নিয়ে ঢোকার সময় তিনি আগেই ফাইনাল ট্যাকলে চলে যান। মোরিসিয়ও সহজেই আনোয়ারের পাশ দিয়েই কাটিয়ে ভেতরে ঢুকে বুমোসকে নিখুঁত পাস দেন। গোল করতে ভুল করেননি ফরাসি ফুটবলার।

 

Advertisement