আগামী ২৪ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারমধ্যে অন্যতম হল আগামী মরশুমে আইপিএল টুর্নামেন্টে নয়া দলের সংযোজন। শোনা যাচ্ছে, আগামী মরশুমে আইপিএল টুর্নামেন্টে দুটো নতুন দল যুক্ত হবে। পাশাপাশি এই বৈঠকের অ্যাজেন্ডায় বোর্ডের উপাধ্যক্ষ নির্বাচন নিয়েও আলোচনা করা হবে।
তবে এই বৈঠকে আলোচনা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে আগামী মরশুমে আইপিএল টুর্নামেন্ট দশটি দলের মধ্যে খেলা রহবে। মনে করা হচ্ছে, আদানি গোষ্ঠী সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি (রাইজ়িং পুনে সুপারজায়ান্টসের মালিক) এই দুটো নতুন দল নিয়ে আসতে চায়। এরমধ্যে একটি দলে আহমেদাবাদের হবে বলে শোনা যাচ্ছে। ইতিপূর্বে রাইজ়িং পুনে সুপারজায়ান্টস দলের হয়ে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। দলকে ফাইনালে তুললেও, টুর্নামেন্ট জিততে পারেননি। এবার কী সেই আশা তাঁর পূরণ হবে। তার জন্য আপাতত অপেক্ষা করতেই হবে।
পাশাপাশি আইসিসি এবং এশিয়া ক্রিকেট পরিষদে ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন, তা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করা হচ্ছে, বোর্ড সচিব জয় শাহকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
বোর্ডের নির্বাচন কমিটির সভাপতির পাশাপাশি আরও তিনজন নির্বাচকের মধ্যে ভোটাভুটি হবে। বোর্ডের একটি বরিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, "নির্বাচক কমিটি এই ক্রিকেট সমিতিরই একটা অংশ। এর পাশাপাশি টেকনিক্যাল কমিটিও গঠন করতে হবে। এগুলো সব উপ কমিটি হিসেবে গঠিত হবে।"
আম্পায়ারদেরও একটি উপ কমিটি গঠন করা হবে। এরই সঙ্গে আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত সমস্যাগুলোর সমাধান করতে হবে। এই বৈঠকে ২০২১ সালে ভারতের বিদেশ সফর নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। সেইসঙ্গে রয়েছে পরেরবছর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার ব্যাপারেও আলোচনা করা হবে।