scorecardresearch
 
Advertisement
খেলা

শুভ জন্মদিন 'Magnificient'! দেখে নিন, মেরি কমের জীবনের সেরা পুরস্কারগুলো একনজরে

মেরি কম
  • 1/11

ভারতের মহিলা বক্সিং তারকা মেরি কম আজ ৩৮ বছরে পা রাখলেন। মাত্র ১৫ বছর বয়সে বক্সিং কেরিয়ার শুরু করেছিলেন ভারতের এই চ্যাম্পিয়ন। আর আজ তাঁকে কে না চেনেন! খেলাধুলোর পাশাপাশি মেরি আজ রাজ্যসভার সাংসদ এবং জাতীয় বক্সিং পর্যবেক্ষক।

মেরি কম
  • 2/11

মণিপুরের কাঙ্গাথেই গ্লাম থেকে উঠে এসেছিল এক অদম্য জেদ। নাম মেরি কম। তাঁর এক ভাই এবং এক বোনও রয়েছেন। আজ সকলেই তাঁকে 'Magnificient Mary' নামেই চেনেন। বিয়ে এবং সন্তান হওয়ার পর তিনি কয়েক বছর বক্সিংকে সরিয়ে রাখলেও আবারও তিনি রিংয়ে ফিরে এসেছেন।

মেরি কম
  • 3/11

এই বক্সিং মেরিকে আজ পর্যন্ত সহস্র পুরস্কার এবং অজস্র সম্মান দিয়েছে। আসুন, আজ মেরির জীবনের সেরা পুরস্কারগুলোর উপরে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisement
মেরি কম
  • 4/11

মেরি হলেন ভারতের প্রথম মহিলা বক্সার যিনি এশিয়ান গেমসের খেতাব জয় করেছেন। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার শহর ইঞ্চিয়নে আয়োজিত এশিয়ান গেমস থেকে সোনার পদক জয় করেন।

মেরি কম
  • 5/11

মেরি হলেন ভারতের একমাত্র মহিলা বক্সার যিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ফ্লাইওয়েট বিভাগে যোগ্যতা অর্জন করেন এবং ব্রোঞ্জ় পদক জয় করেন।

মেরি কম
  • 6/11

বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেরি মোট আটটি পদক জয় করেছেন। গোটা বিশ্বে তিনি প্রথম এবং একমাত্র বক্সার (পুরুষ এবং মহিলা উভয় বিভাগে) যিনি এমন কৃতিত্ব অর্জন করতে পেরেছেন।

মেরি কম
  • 7/11

ছ'বার তিনি অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নের খেতাব জয় করেন। গোটা বিশ্বে মেরিই একমাত্র মহিলা বক্সার যিনি ছ'বার এই কৃতিত্ব অর্জন করেছেন।

Advertisement
মেরি কম
  • 8/11

এই বক্সিং চ্যাম্পিয়ন হলেন ভারতের প্রথম মহিলা বক্সার যিনি কমনওয়েলথ গেমসে একটা সোনার পদক জয় করেছেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে এই প্রতিযোগিতার আসর বসানো হয়েছিল।

মেরি কম
  • 9/11

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (অ্যামেচার) মহিলাদের লাইট-ফ্লাইওয়েট বিভাগের ক্রমতালিকায় মেরিকে শীর্ষস্থানের সম্মান দিয়েছে।

মেরি কম
  • 10/11

তবে শুধুমাত্র বক্সিং রিংয়ের মধ্যেই নয়, এর বাইরেও মেরির জীবলে বহু সাফল্য রয়েছে। তিনি হলেন ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ যাঁকে পদ্মবিভূষন সম্মানে ভূষিত করা হয়েছে। এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। গতবছরই মেরিকে এই সম্মান জানানো হয়েছে।

মেরি কম
  • 11/11

আশা করা যেতেই পারে, আগামী দিনে মেরি ভারতের সম্মান আরও উঁচুতে তুলে নিয়ে যাবেন।

Advertisement