scorecardresearch
 

Amit Mishra Sehar Shinwari: 'আফগান চাপ' খাওয়া হল না, অমিত মিশ্রকে ট্রোল পাক অভিনেত্রীর, পাল্টা দিলেন ক্রিকেটার

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ শুরু হলে অমিত মিশ্র টুইট করেন যে, 'আজ আফগানিস্তান জিতলে গোটা সপ্তাহ আফগানি চাপ খাব।' এই টুইটের জবাবে পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি লিখেছেন, 'যে মিশ্রকে এখন গোটা সপ্তাহ গোবর খেয়ে কাটাতে হবে।' এর উত্তরে অমিত মিশ্র লিখেছেন, 'না এখন আর পাকিস্তান যাওয়ার পরিকল্পনা নেই'। 

Advertisement
অমিত মিশ্র ও সেহার শিনওয়ারি অমিত মিশ্র ও সেহার শিনওয়ারি
হাইলাইটস
  • বিদায় নিল ভারত
  • এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত

এশিয়া কাপ 2022-এ (Asia Cup 2022) বুধবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে পাকিস্তান (Pakistan vs Afghanistan)। এই ম্যাচে পাকিস্তান জিতে যাওয়ায় ভারত (Team India) আনুষ্ঠানিক ভাবে এশিয়া কাপ থেকে ছিটকে গেল। এই ম্যাচে জিতুন রশিদ খান-মহম্মদ নবিরা। এমনটাই চেয়েছিলেন ভারতের সমর্থকরা। এ নিয়ে নানা ধরনের ট্রোলিং চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্রের (Amit Mishra) একটি টুইটও এই সময় বেশ ট্রেন্ড করছিল। তবে পাকিস্তান জিতে যাওয়ার পর সে দেশের অভিনেত্রী তাঁকে ট্রোল করার চেষ্টা করেন। এর উপযুক্ত জবাব দিয়েছেন ভারতের প্রাক্তন লেগস্পিনারও।


পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ শুরু হলে অমিত মিশ্র টুইট করেন যে, 'আজ আফগানিস্তান জিতলে গোটা সপ্তাহ আফগানি চাপ খাব।' এই টুইটের জবাবে পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি লিখেছেন, 'যে মিশ্রকে এখন গোটা সপ্তাহ গোবর খেয়ে কাটাতে হবে।' এর উত্তরে অমিত মিশ্র লিখেছেন, 'না এখন আর পাকিস্তান যাওয়ার পরিকল্পনা নেই'। 

আরও পড়ুন: 'প্রিয় অভিনেত্রী' প্রীতির সঙ্গে ছবি তুলে ট্রোলড পাক ফাস্ট বোলার, কেন?

অমিত মিশ্রের এই টুইটটি দারুণ ভাইরাল হয়। ভারতীয় ভক্তরা এই টুইট যুদ্ধে দারুণ মজা পেয়েছেন। পাকিস্তানি অভিনেত্রীও এই টুইটের জবাব দিয়ে লিখেছেন যে, 'এর জন্য কেন পাকিস্তানে আসতে হবে, ভারতে কী গোবর কম পড়েছে?'

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্র সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ। উল্লেখ্য, আফগানিস্তান-পাকিস্তানের ম্যাচের দিকেও নজর রাখছিলেন ভারতের ভক্তরা। আফগানিস্তান ম্যাচ জিতলে এশিয়া কাপে থাকার সুযোগ থাকত ভারতের। তবে এই ম্যাচে জিতে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার যাত্রা এখানেই শেষ হয়েছে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ হেরেছে। যার পর তাদের পক্ষে ফাইনালে ওঠা কঠিন হয়ে যায়।

Advertisement

আরও পড়ুন: আউট হতেই আফগান বোলারের দিকে ব্যাট নিয়ে তেড়ে গেলেন পাক ক্রিকেটার, VIDEO

এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে গিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৬ উইকেটে হেরে যায় রোহিত শর্মার টিম ইন্ডিয়া।   

Advertisement