scorecardresearch
 

Ashes 2021 : আউট হয়ে ক্রিজ ছাড়লেন অজি ব্যাটসম্যান, মাঠে ফেরালেন থার্ড আম্পায়ার

Ashes 2021: শুক্রবার (১৭ ডিসেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া দলের স্কোর তখন ২ উইকেটে ২৩৮। ১০২ রানে খেলছিলেন মার্নাস লাবুসেন। পরের ওভারে বল করতে আসেন ইংলিশ পেসার ওলি রবিনসন। তাঁর বলে মার্নাস লাবুসেন উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে বসেন। ক্যাচটি খুব পরিষ্কার ছিল, তাই ব্যাটসম্যানও প্যাভিলিয়নে ফিরতে শুরু করেন।

Advertisement
ছবি টুইটারের সৌজন্যে ছবি টুইটারের সৌজন্যে
হাইলাইটস
  • Ashes ২০২১-এ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাডিলেড ডে-নাইট টেস্টে আজব ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব
  • কারণ, আম্পায়ারের দেওয়া ভুল সিদ্ধান্ত
  • যার জেরে কিছুক্ষণের জন্য ইংল্যান্ড দল উচ্ছ্বাসে মেতে ওঠে

Ashes ২০২১-এ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাডিলেড ডে-নাইট টেস্টে আজব ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। কারণ, আম্পায়ারের দেওয়া ভুল সিদ্ধান্ত। যার জেরে কিছুক্ষণের জন্য ইংল্যান্ড দল উচ্ছ্বাসে মেতে ওঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেট সমকর্থকরা হতাশ হন। কিন্তু, চোখের পলকে পাল্টেও যায় সবকিছু। থার্ড আম্পায়ার মাঠের আম্পায়ারের ভুল সংশোধন করে দেন। 

কী হয়েছিল ? 

শুক্রবার (১৭ ডিসেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া দলের স্কোর তখন ২ উইকেটে ২৩৮। ১০২ রানে খেলছিলেন মার্নাস লাবুসেন। পরের ওভারে বল করতে আসেন ইংলিশ পেসার ওলি রবিনসন। তাঁর বলে মার্নাস লাবুসেন উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে বসেন। ক্যাচটি খুব পরিষ্কার ছিল, তাই ব্যাটসম্যানও প্যাভিলিয়নে ফিরতে শুরু করেন। আউট করার আনন্দে ইংল্যান্ড দল উচ্ছ্বাসে মেতে ওঠেন। 

আরও পড়ুন : Omicron-এ ত্রস্ত ব্রিটেন, আতঙ্কে কাঁপছে আমেরিকা থেকে ভারত

ঠিক তখন টিভি আম্পায়ার রিভিউতে দেখেন, বোলার রবিনসন ক্রিজের বাইরে পা রেখে বল করেছেন। অর্থাৎ নো বল করেছেন। এরপরই প্যাভলিয়নের দিকে অনেকটা এগিয়ে যাওয়ার পরও ক্রিজে ফিরে আসেন মার্নাস লাবুসেন। যে ইংল্যান্ড সমর্থকরা কিছুক্ষণ আগে পর্যন্ত আস্ট্রেলিয়ান ক্রিকেটারের আউট হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন, তাঁরা এবার হতাশ হন। 

যদিও অজি ক্রিকেটার লাবুসেনের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এই ঘটনার এক ওভার পর ফের বল করতে আসেন ওলি রবিনসন। তিনি এবার LBW করেন লাবুসেনকে। তিনি DRS নেন ঠিকই। তবে শেষরক্ষা হয়নি। প্যাভলিয়নে ফিরতে হয় তাঁকে। 

আরও পড়ুন : ভার্চুয়াল বিশ্বে প্রথম দূতাবাস খুলছে এই দেশে, জানুন বিশদে

এই অ্যাসেজে দ্বিতীয়বার এত বড় ভুলের পুনরাবৃত্তি হল মাঠের আম্পায়ারের জন্য। সিরিজের প্রথম টেস্টে ইংলিশ পেসার বেন স্টোকস তাঁর প্রথম ওভারের প্রথম ৩ বল নো করেছিলেন। তখন আম্পায়ার তা দেখতেই পাননি। যা নিয়ে শোরগোল কম হয়নি। 

Advertisement

 

Advertisement