১৩ বছর পর কলকাতায় পা রাখলেন সলমন খান (Salman Khan)। শনিবার বিকেলে সলমন পারফর্ম করবেন ইস্টবেঙ্গল মাঠে (East Bengal)। ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে পারফর্ম করতে আসছেন তিনি। তবে শুধু সলমন নয়, এর আগে বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খান (Shahrukh Khan) ও আরেক বলিউড নায়ক অক্ষয় কুমারও (Akshay Kumar) ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন।
একের পর এক বলিউড (Bollywood) সুপারস্টার এলেও, ট্রফি আসছে না লাল-হলুদে। অন্যদিকে কিছুদিন আগেই প্রবাদপ্রতিম ক্রিকেটার সুনীল গাভাস্কার এলেও কোনও সেলিব্রেটিকে আসতে দেখা যায়নি। এটাই এখন সমর্থকদের সবচেয়ে চিন্তার কারণ। ফুটবল মহলের একাংশের দাবি, কাজের কাজ হচ্ছে না। উৎসব চলছে ইস্টবেঙ্গলে। এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। সলমন খান সন্ধ্যা ছ’টায় ইস্টবেঙ্গলে পারফর্ম করতে আসবেন সলমন। শুধু সলমন নয়, পাশাপাশি উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকার। অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৬টায়। ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গেছেন সলমন খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে সলমন খানের।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের লক্ষ্যে বেঙ্গালুরু স্ট্রাইকার, কাকে নিতে চাইছে লাল-হলুদ?
বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালিঘাটের বাড়িতে যান ভাইজান। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। এরপর বাড়ির ভেতরে নিয়ে যান। এক দশকেরও বেশি সময় পর কলকাতায় বলিউডের ভাইজান। তাই তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সলমনকে দেখতে ভিড় জমে যায়। বহু মানুষ বলিউড তারকাকে দেখতে ভিড় করেছিলেন। ভিড় থাকায় পুলিশি নিরাপত্তাও ছিল কড়া।
আরও পড়ুন: কলকাতায় ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে সলমন, ভাইজানকে কী কী উপহার দেবে লাল-হলুদ ?
এই গ্র্যান্ড শোয়ের টিকিটের দাম শুরু হচ্ছে ৬৯৯ টাকা থেকে। টিকিটের সর্বোচ্চ দাম ৩ লক্ষ টাকা। যদিও ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের জন্য, যেকোনও দামের টিকিটের ওপর ২৫% ছাড় দেওয়া হচ্ছে। গোটা রাজ্যের নজর এখন ইস্টবেঙ্গল ক্লাবে ভাইজানের অনুষ্ঠানের দিকে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব চত্বর।