scorecardresearch
 

Emiliano Martinez: কলকাতায় আসতে পারেন আরও এক বিশ্বকাপ জয়ী ফুটবলার, কবে আসছেন?

কলকাতায় আসতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফিফা বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কারও পেয়েছিলেন তিনি। লিওনেল মেসিদের জয়ে অবদান রাখা এই গোলরক্ষককে এবার কলকাতায় নিয়ে আসার উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক চললে এই বছরের জুন মাসে কলকাতায় আসতে পারেন মার্টিনেজ।

Advertisement
এমিলিয়ানো মার্টিনেজ, শতদ্রু দত্তের পোস্ট এমিলিয়ানো মার্টিনেজ, শতদ্রু দত্তের পোস্ট
হাইলাইটস
  • কলকাতায় আসতে পারেন মার্টিনেজ
  • জুন মাসে আসতে পারেন তিনি

কলকাতায় আসতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা (Argentina) দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) সেরা গোলরক্ষকের পুরস্কারও পেয়েছিলেন তিনি। লিওনেল মেসিদের (Lionel Messi) জয়ে অবদান রাখা এই গোলরক্ষককে এবার কলকাতায় নিয়ে আসার উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক চললে এই বছরের জুন মাসে কলকাতায় আসতে পারেন মার্টিনেজ।

বিশ্বকাপের আগে ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জেতা তারকা ফুটবলার কাফু (Cafu) কলকাতায় এসেছিলেন। তাঁকে নিয়ে এসেছিলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। এর আগে তাঁর উদ্যোগেই শহরে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে (Pele)। তাঁর উদ্যোগেই শহর দেখেছে মারাদোনা (Maradona), দুঙ্গা (Dunga), ভালদেরেমার মত ফুটবলাররা। তবে বিশ্বকাপ জেতার এত কম সময়ের মধ্যে কোনও তারকাই কলকাতা শহরে আসেননি। সে দিক থেকে দেখতে গেলে, আর্জেন্টাইন সমর্থকদের কাছে দারুণ খুশির খবর নিয়ে এলেন শতদ্রু।

আরও পড়ুন: এখনও প্লে অফ নিশ্চিত নয় মোহনবাগানের, শেষ ছয়ের অঙ্ক কতটা কঠিন?

ইংল্যান্ড হয়ে বার্সেলোনায় গিয়ে মার্টিনেজের ম্যানেজারের সঙ্গে কথা বলে এসেছেন শতদ্রু। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতা মার্টিনেজের গ্লাভসের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শতদ্রু। এরপরেই জল্পনা শুরু হয়ে যায়। bangla.aajtak.in-এর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'সমস্ত কিছু ঠিকঠাক থাকলে মার্টিনেজের টিম সঙ্গে কথা হয়েছে। জুন মাসটা ফুটবলে অফ সিজন। সেই সময়ই ফুটবলাররা বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। মার্টিনেজের সামনে এখন অনেক দেশে যাওয়ার প্রস্তাব রয়েছে। তবে ভারতে আসার প্রস্তাব ইতিবাচক ভাবেই দেখছে মার্টিনেজ।'

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যেই হঠাত্‍ বন্ধ Hotstar

২০২২ বিশ্বকাপের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে বিশ্বকাপে শুধু নয়, তার আগে কোপা আমেরিকার সেমি ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে তিনটি টাইব্রেকার বাঁচিয়ে দেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে ফাইনালে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপে ফাইনালেও ফ্রান্সের টাইব্রেকার বাঁচিয়ে আর্জেন্টিনার হিরো হয়ে ওঠেন মার্টিনেজ। তাঁর সেলিব্রেশন নিয়ে নানা ধরনের কথা হয়েছিল। ২০২১ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক হয়েছিল মার্টিনেজের।

Advertisement

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে তিনি দু'টি শট বাঁচান। ফাইনালেও তিনি অসাধারণ গোলকিপিং করেন। এক্সট্রা টাইমে রান্ডাল কোলো মুয়ানি একা পেয়েও মার্তিনেজকে বোকা বানাতে পারেননি। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ২-২ গোলে সমতা বজায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখাবনে মার্টিনেজ বাঁচিয়ে দেন কিংসলে কোম্যানের শট। 

Advertisement