scorecardresearch
 

FIFA World Cup 2022 Argentina vs Croatia: আর্জেন্টিনা না ক্রোয়েশিয়া, টাইব্রেকারের পরিসংখ্যানে এগিয়ে কারা?

সেমি ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা (Croatia vs Argentina)। এই ম্যাচ নক আউট। ফলে ৯০ মিনিটে ম্যাচের ফলাফল না হলে, ম্যাচ গড়াবে এক্সট্রা টাইমে। সেখানেও নিস্পত্তি না হলে টাইব্রেকার হবে। দুই দলই টাইব্রেকারে জিতে সেমি ফাইনালে উঠেছে। ফলে, টাইব্রেকারেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

Advertisement
লুকা মদ্রিচ ও লিওনেল মেসি (ছবি- ফিফার ট্যুইটার) লুকা মদ্রিচ ও লিওনেল মেসি (ছবি- ফিফার ট্যুইটার)
হাইলাইটস
  • টাইব্রেকারে জেতে পারে ম্যাচ
  • রেকর্ড অনুসারে এহিয়ে কারা?

সেমি ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা (Croatia vs Argentina)। এই ম্যাচ নক আউট। ফলে ৯০ মিনিটে ম্যাচের ফলাফল না হলে, ম্যাচ গড়াবে এক্সট্রা টাইমে। সেখানেও নিস্পত্তি না হলে টাইব্রেকার হবে। দুই দলই টাইব্রেকারে জিতে সেমি ফাইনালে উঠেছে। ফলে, টাইব্রেকারেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন

এখনও অবধি বিশ্বকাপের আসরে ৩৮ বার টাইব্রেকার হয়েছে। সবচেয়ে বেশিবার টাইব্রেকারে গিয়েছে আর্জেন্টিনা। তাই অভিজ্ঞতার নিরিখে এগিয়ে তারা। এখনও অবধি আর্জেন্টিনা ৬ বার টাইব্রেকারে গিয়েছে। তার মধ্যে ৫ বারই জিতেছে। এই পরিসংখ্যান আশ্বস্ত করবে স্কালোনিকে। অন্য দিকে ক্রোয়েশিয়া বিশ্বকাপে তিনবার টাইব্রেকারে অংশ নিয়েছে। সেখানে ৩ বারই জিতেছে। 

ভরসা জগাচ্ছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ
ভরসা জগাচ্ছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ

এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপে দুইবার টাইব্রেকারে গিয়েছিল তাদের ম্যাচ। কোয়ার্টার ফাইনালে আয়োজক রাশিয়াকে ৪-৩ ব্যবধানে হারান মদ্রিচরা। শেষ ষোলর ম্যাচে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারায় ক্রোয়েশিয়া।

 আরও পড়ুন: আর্জেন্টিনার ম্যাচের আগে বড় খবর, মেসিদের দলে নেই ২ তারকা ফুটবলার

অন্যদিকে ১৯৯০ বিশ্বকাপে প্রথমবার টাইব্রেকারে গিয়েছিল আর্জেন্টিনার ম্যাচ। সেবার কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। সেই বছরেই সেমি ফাইনালে ইতালির বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে জেতে তারা। ১৯৯৮ সালে ইংল্যান্ডকে শেষ ষোলর ম্যাচে একই ব্যবধানে হারায় নীল সাদা ব্রিগেড। যদিও ২০০৬ সালে টাইব্রেকারে আর্জেন্টিনার বিজয় রথ থামিয়ে দেয় জার্মানি। কোয়ার্টার ফাইনালে তারা হেরে যায় ৪-২ ব্যবধানে। ২০১৪ সালে সেমি ফাইনাল চলে যায় টাইব্রেকারে। সেখানেও নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

Advertisement
দারুণ ছন্দে লিভাকোভিচও
দারুণ ছন্দে লিভাকোভিচও

   

আরও পড়ুন: একাধিক রেকর্ডের সামনে মেসি, পারবেন ক্লোজে-ম্যাথিউজদের ছাপিয়ে যেতে?        

বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমি ফাইনালে খেলতে পারবেন না আর্জেন্টিনার (Argentina) দুই তারকা ফুটবলার মার্কোস আকুনিয়া (Marcos Acuna), গনসালো মনতিয়েলের (Gonzalo Montiel) মত ফুটবলারদের ছাড়াই ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে নামতে হবে লিওনেল মেসিদের (Lionel Messi)। দুটি হলুদ কার্ড দেখে ফেলায় এই ম্যাচে খেলতে পারছেন না এই দুই তারকা ফুটবলার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের (Argentina vs Netherlands) বিরুদ্ধে টাইব্রেকারে জিতে সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।
 

Advertisement