scorecardresearch
 

কোহলির টসে অবিশ্বাস্য জিত, জাফরের মিমে হেসে খুন সোশ্যাল মিডিয়া

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক অবিশ্বাস্য টস জয় টিম ইন্ডিয়ার (Team India)। কানপুর টেস্টে বিরতির পর ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে (IND Vs NZ 2nd Test) ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি (Captain Virat Kohli)। টসে মুখোমুখি ছিলেন ক্যাপ্টেন কোহলি এবং টম ল্যাথাম টস।

Advertisement
ক্যাপ্টেন কোহলির অবিশ্বাস্য টস জয় ক্যাপ্টেন কোহলির অবিশ্বাস্য টস জয়
হাইলাইটস
  • মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক অবিশ্বাস্য টস জয় টিম ইন্ডিয়ার
  • কানপুর টেস্টে বিরতির পর ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি
  • টসে মুখোমুখি ছিলেন ক্যাপ্টেন কোহলি এবং টম ল্যাথাম টস

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক অবিশ্বাস্য টস জয় টিম ইন্ডিয়ার (Team India)। কানপুর টেস্টে বিরতির পর ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে (IND Vs NZ 2nd Test) ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি (Captain Virat Kohli)। টসে মুখোমুখি ছিলেন ক্যাপ্টেন কোহলি এবং টম ল্যাথাম টস।

রাতভর বৃষ্টির দাপটে পিচ খানিকটা আর্দ্র থাকলেও ব্যাট হাতে নামতে দ্বিধাবোধ করেননি কোহলি। শেষ কয়েকটি ম্যাচে কোহলির ভাগ্য বারবার বিমুখ হয়েছে। তবে এবার ঘটল উল্টো ঘটনা, টসে জয় পেলেন বিরাট। আর এই নিয়েই মজাদার মিম শেয়ার করলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ওয়াসিম জাফর (Wasim Jaffer)। হু হু করে ছড়িয়ে পড়তে থাকে এই মিম।

মজাদার এই মিমে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। বিরল টস জেতার পর ড্রেসিংরুমে ঢুকে কোহলির কী প্রতিক্রিয়া হতে পারে এই নিয়েই মজাদার এই মিমটি শেয়ার করেন তিনি। কোহলিকে ট্রোলড করছেন নেটিজেনরা। উল্লেখযোগ্যভাবে, টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শেষ টুর্নামেন্টে ভাগ্য সহায় হয়নি কোহলির। প্রথম ২টি ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে টসে হার, যার ধাক্কা সামলাতে হিমশিম খেয়েছে টিম ইন্ডিয়া।

এ বছরের শুরুর দিকে ইংল্যান্ডে, টেস্ট সিরিজে কোহলি ৪ টসের মধ্যে মাত্র ১টি জিততে পেরেছিলেন। কিন্তু করোনার কারণে ৫তম টেস্ট স্থগিত হয়। টেস্ট ম্যাচে টসের ক্ষেত্রে কোহলির বিশেষ একটা উল্লেখযোগ্য রেকর্ড দেখা যায় না। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে ৬৬টি ম্যাচের মধ্যে তিনি মাত্র ২৯ বার টস জিতেছেন। শুক্রবার, মুম্বইতে টসের জন্য চিন্তায় ছিলেন সকলেই, সকলের চোখ ছিল কোহলির দিকেই। এর আগে রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩টি টস জিতেছিলেন, কানপুর টেস্টে অজিঙ্ক রাহানেও টস জিতেছিলেন। তবে মুম্বই টেস্ট থেকে বাদ পড়েন রাহানে, কোহলি তাঁর স্থলাভিষিক্ত হন। মহম্মদ সিরাজ এবং জয়ন্ত যাদবকে নামানো হয়, কারণে চোট পান ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাদেজা।

Advertisement

Advertisement