scorecardresearch
 

IPL 2021 KKR vs SRH : SRH-কে ৬ উইকেটে হারাল KKR, ব্যাট হাতে জ্বলে উঠলেন গিল

সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। SRH-এর জন্য এই ম্যাচ তেমন গুরুত্বপূর্ণ না হলেও শেষ চারে টিকে থাকতে KKR-র এই ম্যাচ জেতা দরকার। এদিন টস জিতে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামনসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২০ রান তোলে তারা। তার জবাবে ৬ উইকেটে সানরাইজার্সকে হারায় কলকাতা।

Advertisement
কেকেআর কেকেআর
হাইলাইটস
  • সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতল কলকাতা
  • ব্যাট হাতে জ্বলে উঠলেন শুভমন গিল
  • নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রান তুলেছিল SRH

SRH-কে ৬ উইকেটে হারাল KKR। জয়ের জন্য শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ৩ রান। সেই রান তুলে নেয় শুভমন গিলরা। তবে মাত্র ১১৫ রান তাড়া করতে নেমে KKR-কে বেশ বেগ পেতে হয়। ১৯.৪ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়। তবে ৪ উইকেটে ১১৯ রান তুলে শেষ হাসি হাসে কলকাতা। 

কলকাতার হয়ে সবথেকে বেশি রান করেন শুভমন গিল। ৫৭ রান তোলেন তিনি। এছাড়াও নীতিশ রানা ও দীনেশ কার্তিক যথাক্রমে ২৫ ও ১৮ রান করেন। কার্তিক অপারজিত থাকেন। হায়দরাবাদের সবথেকে সফল বোলার হোল্ডার। তিনি ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়াও কউল ও রশিদ খান একটি করে উইকেট পান। 

আরও পড়ুন : IPL 2021, RCB Vs PBKS : আউট না নটআউট? K L Rahul কো গুসসা কিঁউ আয়া...

টিম KKR 

শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, সুনীল নারিন, টিম সাউদি, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

টিম SRH 

জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন , প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও সিদ্ধার্থ কউল।

Advertisement

সানরাইজার্সের হয়ে ওপেন করতে নামেন জেসন ও ঋদ্ধিমান। খাতা না খুলেই সাজঘরে ফেরেন বঙ্গসন্তান। অধিনায়ক কেন উইলিয়ামসন সবথেকে বেশি ২৬ রান করেন। এছাড়াও প্রীয়ম গর্গ ২১ ও আবদুল সামাদ ২৫ রান করেন। ২০ ওভার শেষে উইলিয়ামসনরা ৭ উইকেট হারিয়ে ১১৫ রান তোলেন। 

আরও পড়ুন : IPL 2021:শিবম ও যশস্বীর ব্যাটে ভর করে ধোনিদের হেলায় হারাল রাজস্থান

কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন টিম সাউদি, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী। সাকিব পান ১টি উইকেট। 
 

Advertisement