একেবারে নিখুঁত অনুমান ক্ষমতা। সেই জন্যই ক্রিকেটের 'ঈশ্বর' (God Of Cricket) বলা হয় সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) ম্যাচে বিরাটদের (Virat Kohli) ইনিংস দেখার পরই ট্যুইট করেছিলেন সচিন। তাঁর আশঙ্কার কথা জানিয়ে মাস্টার ব্লাস্টার বলেন, এই পিচে ২১০ করেও হারতে হতে পারে ফাফ ডু প্লেসিদের (Faf Du Plessis)। আর ঠিক সেটাই হল।
কী লিখেছিলেন সচিন?
আরসিবির ইনিংসের পর ট্যুইট করেন সচিন। তিনি লেখেন, 'বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ওপেনিং পার্টনারশিপ দারুণ একটা জায়গায় নিয়ে যায় আরসিবি-কে। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েলের দারুণ ব্যাটিং-এ বড় রান করে আরসিবি। তবে আমার মনে হয়, এই উইকেটে ২১০ রান কখনোই নিরাপদ নয়।' সত্যি ২১০ রান করেও জিততে পারেনি আরসিবি। ম্যাচ শেষ হওয়ার পর সচিনকে অভিনন্দন জানাচ্ছেন সকলেই। কেউ কেউ বলছেন, 'সচিন ভগবান। ভগবান সবসময় সঠিক কথাই বলেন।' ১৩ দিন পর অর্থাৎ ২৪ এপ্রিল সচিনের জন্মদিন। আগাম শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছেন অনেকে।
আরও পড়ুন: বাবা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতেন... এখন কত রোজগার করেন রিঙ্কু?
ম্যাচে কী হল?
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান করে আরসিবি। আরসিবির হয়ে দুরন্ত পারফরম্যান্স বিরাট কোহলি (Virat Kohli), ফ্যাফ ডু-প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের। ৬১ রান করেন বিরাট। ৭৯ অপরাজিত আরসিবি অধিনায়ক। ৫৯ রান করেন ম্যাক্সওয়েল। ১ রানে অপরাজিত কার্তিক। লখনউ-এর হয়ে একটি করে উইকেট নেন মার্ক উড এবং অমিত মিশ্র।
আরও পড়ুন: BCCI প্রেসিডেন্ট হতে চান? সচিনের মজার জবাব, 'আমি সৌরভের মতো ফাস্টবোলার নই'
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় লখনউ। লখনউর হয়ে দুরন্ত পারফরম্যান্স স্টনিস এবং পুরানের। ৬৫ রান করেন স্টনিস। নিকোলাস পুরান করেন ৬২ রান। এদিন নজির গড়েন নিকোলাস। ১৫ বলে ৫১ রান করেন তিনি। আইপিএল-এ দ্রুততম অর্ধশতরান করেন নিকোলাস। অধিনায়ক কে এল রাহুল করেন ১৮ রান। শূন্য রান করেন মায়ার্স। দীপক হুডা করেন ৯ রান। আয়ুস বাদনি করেন ৩০ রান। আরসিবির হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, পার্নেল। দুটি উইকেট নেন হর্ষল প্যাটেল। একটি উইকেট নেন করণ শর্মা।