scorecardresearch
 

IPL 2023: বাংলার বোলারকে টপকে যাবেন রাশিদ ? একই দলে থেকেও পার্পল ক্যাপের লড়াই

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ২০২৩ আইপিএল-এর ফাইনালে (IPL Final 2023) চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans)। পরপর দু'বার ট্রফি জয়ের হাতছানি হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) কাছে। অপর দিকে পঞ্চম ট্রফির জয়ের লক্ষ্যে  নামছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে শুধু তো খেতাবি লড়াই নয়, ব্যক্তিগত লাড়াইও রয়েছে। সেই লড়াইয়ে এগিয়ে কারা? 

Advertisement
মহম্মদ শামি ও রশিদ খান মহম্মদ শামি ও রশিদ খান

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ২০২৩ আইপিএল-এর ফাইনালে (IPL Final 2023) চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans)। পরপর দু'বার ট্রফি জয়ের হাতছানি হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) কাছে। অপর দিকে পঞ্চম ট্রফির জয়ের লক্ষ্যে  নামছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে শুধু তো খেতাবি লড়াই নয়, ব্যক্তিগত লাড়াইও রয়েছে। সেই লড়াইয়ে এগিয়ে কারা? 

কারা এগিয়ে কমলা টুপির লড়াইয়ে?
চলতি আইপিএল-এ নিজের সেরা ফর্মে রয়েছেন শুভমন গিল। তাই তাঁর কমলা টুপি পাওয়া সময়ের অপেক্ষা। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ৩ টি দুরন্ত শতরান ও ৪ টি অর্ধশতরান করে ৮৫১ রান করে ফেলেভহেন তিনি। তাঁর গড় ৬০-এর বেশি। এবারের আইপিএলে কমলা টুপির দৌড়ে আগাগোড়া এগিয়ে থেকে ফাফ ডু প্লেসি শেষ করেন ৭৩০ রানে। ফ্যা ফের পরই তৃতীয় স্থানে শেষ করেন তাঁর আইপিএল দলেরই সতীর্থ বিরাট কোহলি। ১৪ ম্যা চ ৬৩৯ রান করেন তিনি। চতুর্থ স্থানে এবারের তরুণ তারকা রাজস্থান রয়্যািলসের যশস্বী জসওয়াল। ১৪ ম্যা চে ৬২৫ রান করেন তিনি। কমলা টুপির দখলে থাকা অন্য ব্যা টারদের মধ্যে ফাইনালে খেলতে নামবেন চেন্নাইয়ের ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের এই ওপেনারের ঝুলিতে এই মুহূর্তে ৬২৫ রান। তিনি তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে। এক ম্যাচে তাঁর পক্ষে একা ২২৬ রান করা সম্ভব নয়।  

আরও পড়ুন: IPL ফাইনালে GT vs CSK, লক্ষ লক্ষ টাকা জিততে কীভাবে সাজাবেন ফ্যান্টাসি দল?

সেরা-পাঁচ ব্যাটার যারা আইপিএল ২০২৩-এ সবচেয়ে বেশি রান করেছেন 

শুভমন গিল - ৮৫১ 

ফ্যাফ ডুপ্লেসি -৭৩০ 

বিরাট কোহলি - ৬৩৯ 

Advertisement

যশস্বী জসওয়াল - ৬২৫ 

ডেভন কনওয়ে - ৬২৫ 

আরও পড়ুন: পরিসংখ্যানে এগিয়ে GT, ফাইনালে কি হিসেব বদলাতে পারবেন ধোনি?

পার্পেল ক্যাপ কে পেতে পারেন?
বেগুনি টুপির দৌড়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে গুজরাত দলের দুই ক্রিকেটারের মধ্যে। পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে গুজরাত টাইটান্সের মহম্মদ শামি। এখনও পযর্ন্ত ১৬ ম্যা চে ২৮ উইকেট নিয়েছেন বাংলার পেসার। দ্বিতীয় নম্বরে তাঁরই দলের রশিদ খান। ১৬ ম্যা চে ঝুলিতে পুরেছেন ২৭ উইকেট। তৃতীয় স্থানে গুজরাতেরই মোহিত শর্মা। তিনি এখনও পযর্ন্ত নিয়েছেন ২৪ উইকেট। তাই বেগুনি টুপি নিয়ে জোর টক্কর চলছে।

আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ উইকেট শিকারি

মহম্মদ শামি- ২৮ উইকেট 

রশিদ খান- ২৭ উইকেট 

মোহিত শর্মা- ২৪ উইকেট 

পীয়ুষ চাওলা- ২২ উইকেট 

যুজবেন্দ্র চ্যা৩হাল- ২১ উইকেট

Advertisement