scorecardresearch
 

IPL Final 2023 CSK vs GT: IPL ফাইনালে GT vs CSK, লক্ষ লক্ষ টাকা জিততে কীভাবে সাজাবেন ফ্যান্টাসি দল?

রবিবার আইপিএল-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নদের সামনে এবারেও সেরা হওয়ার হাতছানি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার গুজরাত জিততে পারবে? এটাই এখন সমর্থকদের মনে প্রশ্ন।

Advertisement
হার্দিক ও ধোনি হার্দিক ও ধোনি

রবিবার আইপিএল-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নদের সামনে এবারেও সেরা হওয়ার হাতছানি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার গুজরাত জিততে পারবে? এটাই এখন সমর্থকদের মনে প্রশ্ন।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের দিকেই নজর থাকবে গোটা দেশের। তবে শুধু ম্যাচ দেখা নয়, ফ্যান্টাসি লিগে দল বানিয়ে আপনিও জিততে পারেন লক্ষ লক্ষ টাকা। যদিও ফাইনাল ম্যাচে বৃষ্টি সমস্যা করতে পারে। তবে ঘরের মাঠে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকবে গুজরাত। এই সমস্ত কিছু মাথায় রেখেই দল তৈরি করতে হবে। তবেই সাফল্য আসবে। শুভমন গিল বা মোহিত শর্মারা দারুণ ছন্দে রয়েছেন।

CSK বনাম GT: হেড টু হেড রেকর্ড: CSK (১) - GT (৩)
GT সুপার কিংসের বিরুদ্ধে এগিয়ে রয়েছে গুজরাত। কিন্তু কোয়ালিফায়ার ২-এ দুই দলের শেষ ম্যাচে CSK বিজয়ী হয়।


আরও পড়ুন: 'শুধু ধোনিকেই দেখতে এসেছি...' আহমেদাবাদ স্টেশনেই রাত কাটালেন মাহি ফ্যানরা

CSK বনাম GT: আবহাওয়া রিপোর্ট:
AccuWeather অনুযায়ী সন্ধ্যায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। ৪৯ শতাংশ মেঘের আচ্ছাদন থাকবে। বৃষ্টির কারণে ম্যাচ ব্যাহত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বৃষ্টিপাতের সম্ভাবনা ৬৮ শতাংশ।
 

CSK বনাম GT: পিচ রিপোর্ট:
উইকেট দেখে মনে হচ্ছে দারুণ ব্যাটিং উইকেট হবে। গুজরাত টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে কোয়ালিফায়ার ২ প্রায় ৪০০ রান হয়েছে।ফাইনালে ভারী মেঘের আচ্ছাদন থাকবে যাতে পেসাররা শুরুতে কিছুটা সাহায্য পাবেন বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন: আজও বৃষ্টির আশঙ্কা, কখন ম্যাচ হলে কত ওভারের হতে পারে?

CSK বনাম GT: সম্ভাব্য একাদশ:
চেন্নাই সুপার কিংস:  রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থেকশানা, মাথিশা পাথিরানা
গুজরাট টাইটান্স:  শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, দাসুন শানাকা, মহম্মদ শামি, নুর আহমেদ, মোহিত শর্মা

Advertisement

কেমন দল সাজাতে পারেন
প্রথম দল-
উইকেট-রক্ষক: ঋদ্ধিমান সাহা, ডেভন কনওয়ে
ব্যাটার: রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল
অলরাউন্ডার: মঈন আলি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া
বোলার: রশিদ খান, মহম্মদ শামি, মাথিশা পাথিরানা, মোহিত শর্মা
ক্যাপ্টেন প্রথম পছন্দ: রবীন্দ্র জাদেজা  
অধিনায়ক দ্বিতীয় পছন্দ: শুভমান গিল
সহ-অধিনায়ক প্রথম পছন্দ: রশিদ খান  
সহ-অধিনায়ক দ্বিতীয় পছন্দ: ডেভন কনওয়ে

দ্বিতীয় দল- উইকেট-রক্ষক: ঋদ্ধিমান সাহা, ডেভন কনওয়ঢ়
ব্যাটার: রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, ডেভিড মিলার
অলরাউন্ডার: মঈন আলি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া
বোলার: রশিদ খান, মহম্মদ শামি, দীপক চাহার
ক্যাপ্টেন প্রথম পছন্দ: ডেভন কনওয়ে 
অধিনায়ক দ্বিতীয় পছন্দ: রশিদ খান
সহ-অধিনায়ক প্রথম পছন্দ: শুভমান গিল 
সহ-অধিনায়ক দ্বিতীয় পছন্দ: রুতুরাজ গায়কওয়াড়

Advertisement