scorecardresearch
 

Kolkata Derby ATK Mohun Bagan vs East Bengal: ডার্বির মুখে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা লিস্টন-গ্লেনদের গাড়ি

ডার্বির (Kolkata Derby) আগে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন লিস্টন কোলাসো (Liston Colaco), সুমিত রাঠি (Sumit Rathi) ও গ্লেন মার্টিন্স (Glan Martins) যুবভারতীতে অনুশীলন শেষ করে গাড়িতে ফিরছিলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) এই তিন ফুটবলার।

Advertisement
লিস্টন ও গ্লেন লিস্টন ও গ্লেন
হাইলাইটস
  • ডিভাইডারে ধাক্কা মারল গাড়ি
  • যদিও সুস্থ আছেন লিস্টন

ডার্বির (Kolkata Derby) আগে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন লিস্টন কোলাসো (Liston Colaco), সুমিত রাঠি (Sumit Rathi) ও গ্লেন মার্টিন্স (Glan Martins) যুবভারতীতে অনুশীলন শেষ করে গাড়িতে ফিরছিলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) এই তিন ফুটবলার। গাড়ি ঘোরাতে গিয়ে প্রায় উল্টে যাচ্ছিল। ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়ি। যুবভারতীর অনুশীলন মাঠের পাশে থাকা বেশ কিছু ফুলগাছও ক্ষতিগ্রস্থ হয়। কোনও মতে রক্ষা পেলেন তারকা ফুটবলাররা। তবে সুস্থই রয়েছেন তাঁরা। 

লিস্টন কোলাসোদের গাড়ি দুর্ঘটনা এড়ানোর পরেই ছুটে আসেন ইস্টবেঙ্গলের ভিপি সুহের। খোঁজ নেন লাল-হলুদের স্ট্রাইকার। সৌজন্যের দারুণ নজির রাখলেন লাল-হলুদ ফুটবলার। গাড়িতে ওঠার আগে বেশ খানিকক্ষণ লিস্টনের সঙ্গে কথাবার্তা বলেন সুহের। বিকেল চারটে থেকে অনুশীলন করে এটিকে মোহনবাগান। অনুশীলন সেরেই হোটেলে ফিরছিলেন সবুজ-মেরুন ফুটবলার। সেই সময়ই এমন ঘটনা ঘটে। বেশ খানিকক্ষণ গাড়ি দাঁড় করিয়ে মেরামতির কাজ সারেন ড্রাইভার। তারপর লিস্টনদের নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয় অন্য একটি গাড়ি।

আরও পড়ুন; 'এ অপমান মানা যাচ্ছে না,' ডার্বির টিকিট নিয়ে ইমামি-ইস্টবেঙ্গল সংঘাত তুঙ্গে

শনিবার ডার্বি ম্যাচ। তবে সেই ম্যাচের আগে এমন ঘটনায় উদ্বিগ্ন মোহনবাগান সমর্থকরা। যদিও সুস্থ আছেন তিন ফুটবলার। শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ে কার্ড সমস্যার জন্য দলে নেই ডিফেন্ডার ব্রেন্ডন হামিল। তাঁর জায়গায় কে দলে আসবেন তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যেই শেষ ছয়ে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে সবুজ-মেরুন। এখন ডার্বি জিতে প্লে অফের লড়াইয়ের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে মোহনবাগান। 

আরও পড়ুন: মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির টিকিট বিক্রি শুরু, কোথায়-কীভাবে মিলবে?

অন্যদিকে আইএসএল-এর শেষ ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিয়ে শেষটা ভালভাবে করতে চায় ইস্টবেঙ্গল। এর আগে যদিও লিগ শিল্ড জেতা মুম্বই সিটি এফসিকে তাদের ঘরের মাঠেই হারিয়ে চমক দিয়েছে লাল-হলুদ। অন্যদিকে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে প্লে অফে যাওয়া নিশ্চিত করে ফেলেছে এটিকে মোহনবাগানও। লিগ শিল্ড জেতার লক্ষ্য পূরণ না হলেও এবার ট্রফি জয়ের লক্ষ্যে মোহনবাগান।    

Advertisement

Advertisement