শনিবার ডার্বি (Kolkata Derby) ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান (East Bengal vs ATK Mohun Bagan)। আগের ডার্বির হিসেব ভুলে নতুন করে ঝাঁপাতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। ক্লেইটন সিলভা (Cleiton Silva), নাওরেম মহেশ সিংদের (Naorem Mahesh Singh) ফর্ম ভাবাচ্ছে সবুজ-মেরুনকে। অন্যদিকে ইস্টবেঙ্গলের চিন্তার কারণ তাদের ডিফেন্স। এ মরশুমে প্রচুর গোল করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে সেই গোল ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দলে একাধিক ফুটবলার রয়েছেন যারা গোল করতে পারেন। যদিও এই মরশুমে বারেবারে একজন প্রতিষ্ঠিত স্ট্রাইকারের অভাব অনুভব করেছে মোহনবাগান দল।
কেরল ব্লাস্টর্সের (Kerala Blasters) বিরুদ্ধে জিতে প্লে অফ নিশ্চিত করে ডার্বিতে নামছে তারা। তবে দুই ডিফেন্ডারের চোটও ভাবাচ্ছে তাদের। জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলে বিকল্প অনেক। তবে এমন মর্যাদার লড়াইয়ে স্নায়ুর চাপ যারা সামলাতে পারে তারাই জয়ী হয়। বিকল্প ফুটবলররা যদি স্নায়ুর চাপ নিতে পারেন তবে ম্যাচটা অনেকটাই সহজ হয়ে যাবে প্রীতম কোটালদের (Pritam Kotal) জন্য। যদিও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে গেলে ঘরের মাঠেই প্লে অফের ম্যাচ খেলতে পারবে সবুজ-মেরুন।
আরও পড়ুন: ডার্বির মুখে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা লিস্টন-গ্লেনদের গাড়ি
সেই জন্যই এই ম্যাচে জেতা জরুরী তাদের জন্য। অন্যদিকে একের পর এক ডার্বি হারের গ্লানি ভুলতে চায় ইস্টবেঙ্গল। সুপার কাপের আগে কিছুটা আত্মবিশ্বাসও ফিরে পেতে চায় স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা। তবে সেই কাজটা বেশ কঠিন। যদিও গত ম্যাচে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-কে হারিয়ে চমক দিয়েছে নয় নম্বরে থাকা ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: 'এ অপমান মানা যাচ্ছে না,' ডার্বির টিকিট নিয়ে ইমামি-ইস্টবেঙ্গল সংঘাত তুঙ্গে
কীভাবে দেখবেন ম্যাচ?
শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ডার্বি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। স্টার স্পোর্টস 3 (Star Sports 3) তে দেখা যাবে এই ম্যাচের সরাসরি সম্প্রচার। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে (Disney plus Hotstar)। সেক্ষেত্রে সাবস্ক্রিপশন করতে হবে। তবে ফ্রিতেও দেখা যেতে পারে এই ডার্বি ম্যাচ। ফোনে জিও-র (Jio) কানেকশন থাকলে জিও টিভি ইন্সটল করতে হবে। সেখানে বিনা পয়সায় দেখা যাবে ম্যাচ।