scorecardresearch
 

Team India: টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে বড়সড় রদবদল, কিউই সফরে দায়িত্বে কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) থেকে ভারত ছিটকে যাওয়ার পর আসন্ন নিউজিল্যান্ড সফরে একাধিক ক্রিকেটার এবং কোচিং স্টাফদের বিশ্রাম দেওয়া হয়েছে।

Advertisement
রাহুল দ্রাবিড় ও ভারতীয় দল রাহুল দ্রাবিড় ও ভারতীয় দল
হাইলাইটস
  • ১৮ নভেম্বর থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজ
  • তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ হেল্বে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) থেকে ভারত ছিটকে যাওয়ার পর আসন্ন নিউজিল্যান্ড সফরে একাধিক ক্রিকেটার এবং কোচিং স্টাফদের বিশ্রাম দেওয়া হয়েছে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পরিবর্তে ভারতীয় দলের (Team India) কোচ কে হবেন তাও জানিয়ে দেয়া হলো বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে। 

দায়িত্ব সামলাবেন লক্ষণ

দ্রাবিড়ের জায়গায় দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষণ। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ঋষিকেশ কানেতকর। ফিল্ডিং কোচ হয়েছেন মুনিশ বালি। আর বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাইরাজ বাহুতুলে। তিনজনেই লক্ষণের অধীনে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (National Cricket Academy) দায়িত্ব সামলান। 

আরও পড়ুন: দ্বিতীয়বার ICC চেয়ারম্যান হলেন Greg Barclay

বাংলাদেশ সফরে ফিরবেন দ্রাবিড়রা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর বিসিসিআইয়ের এক আধিকারিক রাহুল দ্রাবিড়, পরশ মামব্রে, বিক্রম রাঠোরকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়ে দিয়েছিল। তবে বাংলাদেশ সফরে ফের নিজেদের দায়িত্বে ফিরবেন তিনি। এই তিন কোচ একের পর এক টুর্নামেন্ট থাকায় দীর্ঘদিন বিশ্রাম করার সুযোগ পাননি রোহিত শর্মাদের সাপোর্ট সাফরা। সেই জন্যই তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই।

আরও পড়ুন: পাক প্রধানমন্ত্রীর ট্যুইটের জবাব, বিস্ফোরক ইরফান পাঠান

তিনটি টি২০ ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত

তবে এর আগেও ভারতীয় দলের কোচ হয়েছেন লক্ষণ। আয়ারল্যান্ড সফরের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সফরেও টিম ইন্ডিয়ার কোচ ছিলেন লক্ষণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠেও কোচিং করিয়েছেন তিনি। এশিয়া কাপের প্রথম দিকে করোনা আক্রান্ত দ্রাবিড়ের জায়গায় কোচিং করিয়েছিলেন লক্ষণ। পরে দ্রাবিড় সুস্থ হয়ে যাওয়ায় দেশে ফিরে আসেন তিনি।

১৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত। প্রথম ম্যাচ ওয়েলিংটনে। ২০ নভেম্বর দ্বিতীয় টি২০ ম্যাচ বে ওভালে। শেষ ম্যাচ ২২ নভেম্বর নেপিয়ারে। টি২০ সিরিজের পর তিন ম্যাচের একদিনের সিরিজে খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ২৫ নভেম্বর অকল্যান্ডে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৭ নভেম্বর হ্যামিল্টনে। শেষ ম্যাচ ক্রাইস্টচার্চ। 

Advertisement

Advertisement