scorecardresearch
 

Ashes 2023: লর্ডসে অ্যাসেজ চলাকালীন হাঙ্গামা, পিচ খারাপ করতে মাঠে বিক্ষোভকারী, তারপর... VIDEO VIRAL

আশঙ্কা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের ফাইনালের সময় হামলা চালাতে পারে ওয়েল প্রোটেস্টাররা। সেই জন্য দুটি উইকেট তৈরি করে রাখা হয়েছিল। তবে সেই সময় কোনও প্রতিবাদ না হলেও, অ্যাসেজে লর্ডসের মাঠে নিরাপত্তার বেড়া টপকে ঢুকে পড়লেন এক বিক্ষোভকারী। তার জেরে খানিকক্ষণ বন্ধ থাকল ম্যাচ। 

Advertisement
মাঠে ঢুকে পড়া প্রতিবাদকারীদের সরাচ্ছেন ক্রিকেটাররা মাঠে ঢুকে পড়া প্রতিবাদকারীদের সরাচ্ছেন ক্রিকেটাররা
হাইলাইটস
  • পিচ নষ্ট করার চেষ্টা প্রতিবাদিদের
  • ভাইরাল ভিডিও

আশঙ্কা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের ফাইনালের সময় হামলা চালাতে পারে ওয়েল প্রোটেস্টাররা। সেই জন্য দুটি উইকেট তৈরি করে রাখা হয়েছিল। তবে সেই সময় কোনও প্রতিবাদ না হলেও, অ্যাসেজে লর্ডসের মাঠে নিরাপত্তার বেড়া টপকে ঢুকে পড়লেন এক বিক্ষোভকারী। তার জেরে খানিকক্ষণ বন্ধ থাকল ম্যাচ। 


অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পিচ থেকে 'জাস্ট স্টপ অয়েলে'র বিক্ষোভকারীরা প্রবেশ করে। ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একজন বিক্ষোভকারীকে আটকে কোলে তুলে ধরতে দেখা যায়। সেই সুযোগে বিক্ষোভকারী মাঠে কমলা রঙ ছড়িয়ে দেয়। এরপর গ্রাউন্ড স্টাফরা উইকেটের মধ্যে বিক্ষভকারীদের ফেলে দেওয়া কমলা রঙ পরিষ্কার করতে দেখা যায়। এর ফলে ম্যাচের প্রথম ওভারের পর খেলা কয়েক মিনিট দেরি হয়। বেয়ারস্টো প্রতিবাদিকে ধরে ফেলায়, তাঁর গায়েও রং লেগে যায়। ফলে তাঁকেও ড্রেসিংরুমে যেতে হয়।


আরও একজন প্রতিবাদকারী, মাঠে নামার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। তাঁকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এমসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘তিন জনকে খেলা চলাকালীন মাঠের মধ্যে অনুপ্রবেশের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফলে এটি এখন মেট্রোপলিটন পুলিশের বিষয়।‘ জাস্ট স্টপ অয়েলের একজন মুখপাত্র বলেছেন, ‘ক্রিকেট আমাদের জাতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমরা কী ভাবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া উপভোগ করতে পারি যখন ক্রিকেট বিশ্বের বেশিরভাগ মানুষের বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠছে? আমরা যে খেলাধুলা করি, আমরা যে খাবার খাই এবং আমরা যে সংস্কৃতি লালন করি তা ঝুঁকির মধ্যে রয়েছে।‘ অ্যাসেজর দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অজি দলে বোল্যান্ডের পরিবর্তে এসেছেন মিচেল স্টার্ক। 

Advertisement

জানা গিয়েছে, লন্ডনে ‘ওয়েল প্রোটেস্ট’ চলছে গত এক বছর ধরে। পরিবেশ কর্মীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রিমিয়ার লিগের ম্যাচ বিঘ্নিত হয়েছে এই প্রতিবাদের জন্য। প্রতিবাদীরা মাঠের মধ্যে ঢুকে খেলার জায়গা নষ্ট করে দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে ইংল্যান্ডের ফুটবল নিয়ামক সংস্থা এফএ-কে। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড। তবে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। সোশ্যাল মিডিয়ায় ইরিমধ্যেই ভাইরাল এই ঘটনার ছবি ও ভিডিও। 
 

আরও পড়ুন

Advertisement