scorecardresearch
 

IPL 2022: COVID হানা IPL 2022-তে, DC-র আরও এক প্লেয়ার আক্রান্ত

২০ এপ্রিল সকালে পুরো দলকেও পরীক্ষা করা হয় আর তখনই আরও এক ক্রিকেটারের কোভিড ধরা পড়ে। তবে সেই ক্রিকেটারের নাম জানা যায়নি। হোটেলের ঘরে বন্দী রয়েছেন পন্তরা। তাদের ঘরে গিয়ে পরীক্ষা করা হচ্ছে। যাদের রিপোর্ট নেগেটিভ আসছে তাদের নিয়েই দল গড়ে মাঠে নামতে হবে দিল্লিকে।

Advertisement
ঋষভ পন্ত ঋষভ পন্ত
হাইলাইটস
  • ফের কোভিড আক্রান্ত আরও এক ক্রিকেটার
  • দিল্লি দলের একাধিক সদস্য আক্রান্ত

করোনায় বিপর্যস্ত দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে আরও এক বিদেশী ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।  এক বা দুইজন নয়, মোট ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মিশেল মার্শ করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই  বড় সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)। দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের (Punjab Kings) মধ্যে ম্যাচটি পুনের পরিবর্তে মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। 

১৬ এপ্রিল থেকে, দিল্লি ক্যাপিটালসের পুরো ক্যাম্পে প্রতিদিন RT-PCR পরীক্ষা করা হচ্ছে। ১৯ এপ্রিল চতুর্থ রাউন্ডের যে পরীক্ষাটি হয়েছিল, তাদের সবারই নেগেটিভ এসেছে। ২০ এপ্রিল সকালে পুরো দলকেও পরীক্ষা করা হয় আর তখনই আরও এক ক্রিকেটারের কোভিড ধরা পড়ে। তবে সেই ক্রিকেটারের নাম জানা যায়নি। র‍্যাপিড টেস্টে কোভিড ধরা পড়ায়, আরটিপিসিআর টেস্ট করা হয়েছে তাঁর। যদিও সেই রিপোর্ট এখনও আসেনি। হোটেলের ঘরে বন্দী রয়েছেন পন্তরা। তাদের ঘরে গিয়ে পরীক্ষা করা হচ্ছে। যাদের রিপোর্ট নেগেটিভ আসছে তাদের নিয়েই দল গড়ে মাঠে নামতে হবে দিল্লিকে।   

আরও পড়ুন: RCB-র বিরুদ্ধে হার, ব্যাটারদেই দুষছেন KL Rahul

আরও পড়ুন: গত ১০০ ইনিংসে একটাও সেঞ্চুরি নেই বিরাটের, কী বলছেন শাস্ত্রী?

এর আগে একটি বিবৃতিতে, দিল্লি ফ্র্যাঞ্চাইজি বলেছিল, 'দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ কোভিড -19 এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন, যার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দিল্লি ক্যাপিটালস মেডিকেল টিম মার্শের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বায়ো-বাবলে উপস্থিত আরও কিছু সদস্য (সাপোর্ট স্টাফ)ও ইতিবাচক পরীক্ষা করেছেন, যদিও তারা করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখায় না এবং মেডিকেল টিম তাদের উপর কড়া নজর রাখছে। 

Advertisement

Advertisement