scorecardresearch
 

Mohun Bagan Transfer News: সাদিকুর সইয়ের দিনেই মোহনবাগান ছাড়ছেন তারকা ফুটবলার?

আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হয়েও মোহনবাগান (Mohun Bagan) ছাড়তে পারেন পুইটিয়া (Puitea)। একের পর এক সেরা ফুটবলারদের যখন সই করিয়ে চমক দিয়ে যাচ্ছে মোহনবাগান, ঠিক তখনই শোনা যাচ্ছে পুইটিয়ার সবুজ-মেরুন ক্লাব ছাড়ার খবর। চ্যাম্পিয়ন হলেও দল আমূল বদলে ফেলতে চাইছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। 

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল
হাইলাইটস
  • মোহনবাগান ছাড়তে পারেন তারকা ফুটবলার
  • পুইটিয়ার মোহনবাগান ছাড়া নিয়ে জল্পনা

আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হয়েও মোহনবাগান (Mohun Bagan) ছাড়তে পারেন পুইটিয়া (Puitea)। একের পর এক সেরা ফুটবলারদের যখন সই করিয়ে চমক দিয়ে যাচ্ছে মোহনবাগান, ঠিক তখনই শোনা যাচ্ছে পুইটিয়ার সবুজ-মেরুন ক্লাব ছাড়ার খবর। চ্যাম্পিয়ন হলেও দল আমূল বদলে ফেলতে চাইছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। 


অনিরুদ্ধ থাপার সই-এর পর, পুইটিয়ার জায়গা প্রথম একাদশে নাও হতে পারে। সে কথা মাথায় রেখেই পুইটিয়া সবুজ-মেরুন ক্লাব ছাড়তে চাইছেন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পুইটিয়া কেরল ব্লাস্টার্স থেকে এসেছিলেন মোহনবাগানে। ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা গিয়েছিল তাঁর মধ্যে। অর্ধেক বছর পেরোতে না পেরোতেই কলকাতা ছাড়তে চাইছেন মিজো তারকা। মোহনবাগানে এসেই আইএসএল জিতেছেন। তবে চ্যাম্পিয়ন হয়েও বাগানে থাকতে চাইছেন না তিনি। তিনি সম্ভবত যোগ দিতে পারেন নিজের পুরোনো ক্লাব কেরল ব্লাস্টার্সেই। যদিও ২০২৬ পর্যন্ত পুইতিয়ার সঙ্গে চুক্তি রয়েছে সবুজ-মেরুন ক্লাবের। সেই চুক্তি ভেঙেই রিলিজ চাইছেন তিনি। মোহনবাগানের তরফে পুইতিয়াকে লোনে বা সরাসরি বিক্রি করে দেওয়া হতে পারে অন্য ক্লাবের কাছে। 

পুইটিয়া
পুইটিয়া


শোনা যাচ্ছে শুধু পুইটিয়া নন, দল থেকে বাদ পড়ছেন জনি কাউকো, হুগো বুমোসদের মতো তারকারাও। দেশীয় ফুটবলারদের মধ্যে প্রীতম কোটাল, শুভাশিস বসুর মত দুই সেরা তারকাকে রাখা নিয়ে সংশয় রয়েছে। কেরল ব্লাস্টার্সের সঙ্গে প্রীতম কোটালের সঙ্গে হরমিপাম রুইভার সোয়াপ ডিল নিয়ে আলোচনা চালাচ্ছে সবুজ-মেরুন। গত মরশুমে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ পুরো না খেলায় বড় জরিমানার মুখে পড়তে হয়েছে কেরলের দলকে। ফলে তারা আপাতত আর্থিক দিক থেকে কিছুটা বেকায়দায়। এই সুযোগে ট্রান্সফার ফি দিয়ে সাহাল আব্দুল সামাদকেও দলে চাইছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। আইএসএল ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের চুক্তিতে চেন্নাইয়িন এফসি থেকে মোহনবাগানে সই করেছেন অনিরুদ্ধ থাপা। 

আরও পড়ুন

Advertisement


আর আজই মোহনবাগান ঘোষণা করে দিল আলবেনিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর নাম। দুই বছরের চুক্তিতে মোহনবাগানে এসেছেন তিনি। সাদিকু সই করায় হয়ত দিমিত্রি পেত্রাতোস নীচ থেকে খেলবেন। কারণ স্ট্রাইকার হিসেবে জেসন কামিন্স ও সাদিকু খেলতে পারেন। এমনিতেও পেত্রাতোস পজেটিভ স্ট্রাইকার নন। ফলে গোল করার ক্ষেত্রে বারেবারে সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগানকে। আর এবার যদি তাঁর সঙ্গে আলবানিয়ার এই স্ট্রাইকার যোগ দেন, তবে মোহনবাগানের ঝাঁজ আরও বাড়বে। 

Advertisement