টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বিশ্বের সেরা ফিল্ডারদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। জাদেজা আরও একবার নিজেকে প্রমাণ করলেন। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত দুটি ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাদেজা। এই দুটি ক্যাচই হার্দিক পান্ডিয়ার বলে একই ওভারে জাদেজার হাতে ধরা পড়ে।
প্রথমে লিয়াম লিভিংস্টোন
প্রথমে লিয়াম লিভিংস্টোনের ক্যাচ ধরেন তিনি। লিভিংস্টোন ইনিংসের ৩৭তম ওভারের তৃতীয় বলে ফাইন লেগে শট মারতে চেয়েছিলেন, কিন্তু বাউন্ডারির খুব কাছে দাঁড়িয়ে থাকা জাদেজা বল নিয়ন্ত্রণে নিয়ে ক্যাচ ধরেন। দুই বল পরেই হার্দিকের বলে ইংলিশ অধিনায়ক বাটলারকেও প্যাভিলিয়নে পাঠান জাদেজা।
আরও পড়ুন: ব্যাটে-বলে দারুণ হার্দিক, পন্তের ১০০, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের
ভারতের সামনে ২৬০ রানের টার্গেট দেয় ইংল্যান্ড
জস বাটলারের ক্যাচটি খুব ভাল ছিল কারণ জাদেজা ক্যাচ নেওয়ার আগে অনেক দূর কাভার করেছিলেন। পরে তিনি ডাইভ করে বলটি ধরেন। বাটলারের উইকেট পতনের পর, ইংল্যান্ড দল নিজেদের পুনরুদ্ধার করতে পারেনি এবং ২৫৯ এর আগেই অলআউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজার ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন: ফের বিরাটকে হারিয়ে রেকর্ড বাবরের, এশিয়ান হিসেবে দ্রুততম ১০,০০০ রান
৫ উইকেটে ম্যাচ জেতে ভারত
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের পুরো দল। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন জস বাটলার। একই সঙ্গে ওপেনার জেসন রয় ৪১ ও মঈন আলী ৩৪ রান করেন। এছাড়া ক্রেইগ ওভারটন ৩২ ও লিয়াম লিভিংস্টোন ২৭ রান করেন। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে চার উইকেট নেন হার্দিক পান্ডিয়া। যুজবেন্দ্র চাহাল তিনটি এবং সিরাজ দুটি করে উইকেট নেন। জবাবে ৫ উইকেট হারিয়েই রান তুলে নেয় ভারত। সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।