গুজরাত হিংসাকাণ্ডে গতকাল নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তারপর সংবাদসংস্থা ANI-কে সাক্ষাৎকার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সাক্ষাৎকারে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো তাঁর পক্ষে সম্ভব নয়।
কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠল? গুজরাত হিংসাকাণ্ড নিয়ে সাক্ষাৎকার নেওয়ার সময় অমিত শাহকে প্রশ্ন করা হয়, অগ্নিপথ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। কেউ মারা না গেলেও ক্ষতি হয়েছে অনেক। এই প্রশ্নের উত্তরে শাহ বলেন, 'আইন শৃঙ্খলা রক্ষা করা রাজ্যের কাজ। ভারত সরকার সাহায্য করতে পারে। তবে রাজ্যের দাবি মতো। রাজ্য যদি বলে তবেই কেন্দ্র সেনা পাঠাতে পারে। আমাদের এসএসবিও আছে। ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে।'
আরও পড়ুন : হাতে কাজ নেই, 'বিদায়' লিখে আত্মহত্যার চেষ্টা টলি অভিনেত্রীর
এরপরই শাহকে প্রশ্ন করা হয় এক্ষেত্রেও বিরোধীরা অভিযোগ করেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ই বলে থাকেন, কেন্দ্র সরকার জওয়ানদের রাজনৈতিকভাবে ব্যবহার করে। এই অভিযোগ করে থাকেন উনি। তার উত্তরেই শাহ বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝনো আমার ক্ষমতার বাইরে। আমাদের দেশে সব্বার রাজনৈতিক কথা বলার অধিকার রয়েছে। এই অভিযোগের উপর তো প্রশাসন চলে না।'
অমিত শাহ আরও বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান শঙ্করের মতো বিষ পান করে চলেছেন। অমিত শাহ বলেন যে প্রধানমন্ত্রী মোদী ১৯ বছর ধরে কিছু না বলে সহ্য করেছিলেন।'
তিনি আরও বলেন, 'আমি প্রধানমন্ত্রী মোদীকে খুব কাছ থেকে এই ব্যথার মুখোমুখি হতে দেখেছি। এসব অভিযোগের সম্মুখীন হয়েছেন। সবকিছু সত্য হওয়া সত্ত্বেও কিছু বলিনি। কারণ বিচার প্রক্রিয়া তখনও চলছিল। কেবল একটি দৃঢ় মনের মানুষ এই অবস্থানে চলতে পারে। অমিত শাহ বলেন, বিচার প্রক্রিয়া যেন প্রভাবিত না হয়, তাই অমিত শাহ কিছু বলেননি।'