scorecardresearch
 

BSNL ধামাকা প্ল্যান! ৩৯৫ দিন ভ্যালিডিটি-আনলিমিটেড কল-ডেটা

৭৯৭ টাকার এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড লোকাল এসটিডি ও রোমিং কল। তাছাড়া প্রতিদিন ২GB হাইস্পিড ডেটা ও ১০০ SMS পাচ্ছেন। তবে প্ল্যানটি ৩৬৫ দিনের হলেও এই সমস্ত সুবিধাই মিলবে প্রথম ৬০ দিন। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিএসএনএল-এর নয়া প্ল্যান
  • ৭৯৭ টাকায় ৩৯৫ দিনের ভ্যালিডিটি
  • জেনে নিন বিস্তারিত প্ল্যান

৭৯৭ টাকার নয়া প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করল BSNL। প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই প্ল্যানে ডেটার সঙ্গে আনলিমিটেড কল ও এসএমএস-ও পাচ্ছেন ইউজাররা। ইন্ট্রোড্রাক্টরি অফারে ৭৯৭ টাকার এই প্ল্যানে ৩০ দিনের আরও অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে BSNL। অর্থাৎ শুরুতে এই প্ল্যানে ৩৯৫ দিনের ভ্যালিটিডি পাচ্ছেন ইউজাররা। কোম্পানি প্যান ইন্ডিয়া লেভেলে এই প্ল্যানটি লঞ্চ করেছে।

BSNL-এর এই প্ল্যানে যা যা পাচ্ছেন গ্রাহকরা...
৭৯৭ টাকার এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড লোকাল এসটিডি ও রোমিং কল। তাছাড়া প্রতিদিন ২GB হাইস্পিড ডেটা ও ১০০ SMS পাচ্ছেন। তবে প্ল্যানটি ৩৬৫ দিনের হলেও এই সমস্ত সুবিধাই মিলবে প্রথম ৬০ দিন। 

ইউজাররা প্রতিদিন ২GB ডেটা পাবেন এবং FUP লিমিট শেষ হলে ৮০Kbps স্পিডে ডেটা পাবেন। সংস্থার কেরল ডিভিশন ট্যুইট করে জানিয়েছে ১২ জুন পর্যন্ত এই প্ল্যান রিচার্জ করলে ৩০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন ইউজাররা। 

রিপোর্ট অনুযায়ী বিএসএনএল-এর এই প্ল্যান সমস্ত সার্কেলেই পাওয়া যাবে। বিএসএনএল-এর অনলাইন পোর্টালের মাধ্যমেও রিচার্জ করা যাবে। 

BSNL-এর নতুন রিচার্জ প্ল্যানটি সেকেন্ডারি সিম কার্ড হিসাবে ব্যবহার করা ব্যবহারকারীদের জন্য একটি ভাল অপশান। গত মাসে, BSNL ১৯৭ টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে আসে, যার বৈধতা ১০০ দিন। তবে সেই  প্ল্যানে, ইউজাররা শুধুমাত্র প্রথম ১৮ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং ২GB হাই স্পিড ডেটা পাবেন।

আরও পড়ুননয়া ভ্যারিয়েন্ট Deltacron-এ আরেকটা ওয়েভ? কী উপসর্গ


 

Advertisement