scorecardresearch
 

Insects Killer Machine : পোকামাকড়ের উৎপাতে জেরবার? ১০০ টাকারও কম দামে ঘরে আনুন এই মেশিন

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে, এমন অনেক পোকামাকড় মারার মেশিন পাওয়া যাচ্ছে যেগুলি কোনওরকম ধোঁয়া বা রিফিল ছাড়াই কাজ করে। এইরকমই একটি ইলেকট্রনিক পণ্য নিয়ে এসেছে Woomyz। এই পণ্যটি একটি ফাঁদের মতো কাজ করে, তাই আপনি এটিকে বাল্বের মতো যে কোনও জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন।

Advertisement
Insects Killer Machine Insects Killer Machine
হাইলাইটস
  • বর্ষাকালে বাড়ে পোকার উৎপাত
  • ফ্লিপকার্টে মিলছে ইনসেক্ট কিলার
  • জেনে নিন দাম

বর্ষা প্রায় এসে গিয়েছে। এতে গরম থেকে স্বস্তি মিললেও আগামী কয়েকদিনের মধ্যেই বাড়বে পোকার উৎপাত। বর্ষাকালে প্রায়ই বাড়িতে পোকামাকড়ের বাড়বাড়ন্ত দেখা দেয়। এমতাবস্থায় পোকামাকড় ও পতঙ্গ থেকে বাঁচতে মানুষ সব ধরনের ব্যবস্থা। এরই মাঝে ই-কমার্স প্ল্যাটফর্মে সস্তায় কিছু সমাধান পাওয়া গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই গ্যাজেট সম্পর্কে যা আপনাদের বৃষ্টিতে পোকামাকড় থেকে বাঁচাবে।

Flipkart-এ পাওয়া যাচ্ছে বেশকিছু প্রোডাক্ট
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে, এমন অনেক পোকামাকড় মারার মেশিন পাওয়া যাচ্ছে যেগুলি কোনওরকম ধোঁয়া বা রিফিল ছাড়াই কাজ করে। এইরকমই একটি ইলেকট্রনিক পণ্য নিয়ে এসেছে Woomyz। এই পণ্যটি একটি ফাঁদের মতো কাজ করে, তাই আপনি এটিকে বাল্বের মতো যে কোনও জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন। ইনডোর বা আউটডোর, দুই জায়গাতেই এই ডিভাইসটি ব্যবহার করা যায়। এটিকে রিচার্জ করা যায়। এই পণ্যটি ফ্লিপকার্টে ৫৩৯ টাকায় পাওয়া যাচ্ছে।

সস্তাতেও রয়েছে অপশান
এছাড়া সস্তাতেও এই ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। তেমনই একটি পণ্য হল Shengshou ইলেকট্রিক ইনসেক্ট কিলার। এটির দাম মাত্র ৯৭ টাকা। তবে, এটি শুধুমাত্র এই দরজাগুলিতে অর্থাৎ বাড়ির ভিতরে ব্যবহার করা যাবে। পাশাপাশি Woomzy-র বৈদ্যুতিক বাতিও কিনতে পারেন। সেটির প্রারম্ভিক মূল্য ৫৩৯ টাকা। এছাড়া লণ্ঠনের মতো একটি পণ্য এনেছে luzzo। তবে কোনও যে কোনও পণ্য কেনার আগে অবশ্যই সটার গুণমান পর্যালোচনা করে তবেই কিনুন।

আরও পড়ুনহাসপাতালের ডাক্তার ও ১০ নার্স একসঙ্গে গর্ভবতী, 'জল খেয়েই এই কাণ্ড?'


 

Advertisement