Mahindra Thar Cheap Version: মাহিন্দ্রা থরের কথা বলতে গেলে প্রত্যেকেই জানেন যে এটি দমদার অফরোডার গাড়ি। পাওয়ারফুল ইঞ্জিন, জবরদস্ত স্টান্স এবং বিশেষ স্টাইলিং এর জন্য এই এসইউভির যুব সম্প্রদায়ের কাছে অত্যন্ত আকর্ষণের। সমস্ত ফিচার এবং চমৎকারিত্ব অনুযায়ী এসইউভি নিজের হাইপ্রাইসের জন্যও পরিচিত। যাঁরা এই গাড়ি কিনতে চান, তাঁরা জানেন মোটা টাকা গাঁটের কড়ি খরচ না করলে এই দুর্দান্ত গাড়িটি বাড়ি আনা যাবে না। তাই ইচ্ছে থাকলেও অনেকে গাড়িটির দিকে ঝুঁকতে পারেন না। কিন্তু যাঁরা গাড়িটি পছন্দ করেন অথচ চড়া দামের জন্য পিছিয়ে আসেন তাদের জন্য সুখবর এনেছে খোদ মাহিন্দ্রা। তাঁরা গাড়িটির সস্তা ভার্সন বাজারে আনতে চলেছে। একটি সস্তার মাহিন্দ্রা থর লঞ্চ করতে চলেছে তারা। এই নতুন ভার্সনে কিছু বদল আনা হচ্ছে। যাতে গাড়িটি বাজেট ফ্রেন্ডলি করা যায়।
ইঞ্জিনে আনা হচ্ছে রদবদল
মিডিয়া রিপোর্ট অনুযায়ী মাহিন্দ্রা থরকে খুব দ্রুত একটি নতুন পাওয়ার ট্রেনরূপে পেশ করা হবে। এই এসইউভি এখন কোম্পানি নতুন ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের সঙ্গে পেশ করতে চলেছে। বর্তমানে যে গাড়িটি রয়েছে সেটি ২.২ লিটার ডিজেল এবং ২. ০ লিটার পেট্রল ভার্সনে পাওয়া যায়। দৈর্ঘ্য ৩৯৮৫ মিলিমিটার। ফলের রোড ট্যাক্সও অনেকটাই কমে যাবে
যেমনটা আমরা আপনাকে জানিয়েছি যে এনট্রি লেভেল ভেরিয়ান্টে কোম্পানি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন এর ব্যবহার করতে পারে যা ১১৭এইচপির পাওয়ার জেনারেট করে। এই ইঞ্জিন এর ব্যবহার কোম্পানি মারাজোতেও করেছে। যার ইঞ্জিন সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্সের সঙ্গে পাওয়া যাবে। এটি অটোমেটেড ট্রান্সলেশন এর সঙ্গেও পাওয়া যাচ্ছে, যা ভেরিয়েন্ট এর দাম কম রাখতে সাহায্য করবে।
আর কী বদল আসছে নতুন ভ্যারিয়েন্টে
নতুন ভেরিয়েন্ট একটি বড় বদলে সঙ্গে আসতে চলেছে। যেটার মধ্যে অন্যতম হলো ড্রাইভিং সিস্টেম। এটি টু হুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে পাওয়া যাবে। বর্তমান ডিজেল মডেলটি ফোর হুইল ড্রাইভ সিস্টেম পাওয়া যায়। কিন্তু সস্তার ভার্সনে সেটি পাওয়া যাবে না। ইন্টারনেটে ইন্টেরিয়ার এর ছবিও লিক হয়েছে। যার মধ্যে দেখা যাচ্ছে যে এর মধ্যে গিয়ার লিভারের জায়গায় সেন্ট্রাল কন্ট্রোল দেওয়া হয়েছে। ডিজেল ইঞ্জিন ছাড়া কোম্পানি বর্তমান ২.০ লিটার টার্বো পেট্রোল ভেরিয়েন্টেরকেও টু হুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে পেশ করতে চলেছে। এর মধ্যেও সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স শামিল করা হবে।
কত হতে পারি দাম এবং কবে হবে লঞ্চ?
মিডিয়া রিপোর্ট অনুসারে কোম্পানি নতুন সস্তার মাহিন্দ্রা থর আগামী বছর জানুয়ারি মাসে লঞ্চ করতে পারে। যদিও লঞ্চের আগে এর দামের বিষয়ে কিছু পরিষ্কার করে বলা মুশকিল। কিন্তু তথ্য যাঁরা রাখেন তাঁদের মত হল যে নতুন থর বর্তমান মডেলের তুলনায় অনেকটাই কম হবে। পরের বর্তমান মডেলের দাম ১৩ লাখ ৫৯ হাজার টাকা থেকে শুরু হয়। নতুন মডেল ১০ লাখের নীচে হওয়ার সম্ভাবনা।