আজ সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিভিন্ন খাতে তিনি বড় ঘোষণা করেন। মোবাইল শিল্পে অনেক উন্নত হচ্ছে বলে জানান তিনি। এদিন তিনি বলেন, মোবাইল ফোন শিল্প খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোন ও চার্জার আমরা রফতানি করছি। ২.৫ শতাংশ আমদানি শুল্ক সেটার উপর ধার্য করা হল। আয়রন ও স্টিলের উপরে আমিদানি শুল্ক কমিয়ে দিচ্ছি। এর ফলে আশঙ্কা করা হচ্ছে মোবাইলের দাম বৃদ্ধি পাওয়ার।
নির্মলার বাকি ঘোষণা
৭৫ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়কর ছাড়, ঘোষণা নির্মলার। এদিন বাজেট পেশের সময়ে তিনি বলেন, করদাতাদের উপর চাপ কমাতে হবে। নির্মলা এদিন বলেন, সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন। এই সুবিধা পাবেন মহিলারাও। চাইলে নাইট শিফটেও তারা কাজ করতে পারবেন। তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেইসঙ্গে তিনি বলেন. উচ্চশিক্ষা কমিশন গঠন করা হবে। জাতীয় শিক্ষানীতির আওতায় ১৫ হাজার স্কুলের উন্নয়ন। অসম ও বাংলার চা শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ।
আরও পড়ুন, ৭৫ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়কর ছাড়, ঘোষণা নির্মলার
কর নিয়ে নির্মলা
একইসঙ্গে নির্মলা বলেন, নতুন ফ্ল্যাট কিনলে গৃহঋণের সুদ ১.৫ লাখ টাকা করমুক্ত। ৩১ মার্চ ২০২২ পর্যন্ত মিলবে সুবিধা জিএসটিকে খাতে রেকর্ড কালেকশন হয়েছে। কৃষকদের ৭৫ হাজার ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের ২০২০-২০২১ সালে। খোলা বাজারে এবার থেকে কেনা যাব এনআইসির শেয়ার। যে বিপুল পরিমাণ জমি পড়ে রয়েছে, রাজ্যগুলিকে সেটা বিক্রি করতে বলা হয়েছে। প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমে বরাদ্দ ১.৯৭ লক্ষ কোটি। রেল খাতে বরাদ্দ ১.১০,০৫৫ কোটি
ব্যাঙ্কিং সেক্টরে বড় ঘোষণা
ব্যাঙ্কিং সেক্টরে বড় ঘোষণা করেন নির্মলা সীতারামন। তিনি বলেন, সেবি অ্যাক্টের আরও পরিবর্তন করা হবে। ব্যাঙ্কের ডিপোজিট ইনসিওরেন্স ১ লাখ থেকে ৫ লাখ করা হল সরকারি ব্যাঙ্কে পুনরুজ্জীবন খাতে ২০ হাজার কোটি। ব্যাঙ্কে ফিক্সস ডিপোডিটে সুরক্ষা বিমা। বিমা সংস্থায় ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ। সৌরশক্তি উৎপাদন খাতে বরাদ্দ ১ হাজার কোটি টাকা। শহরে গ্যাস বণ্টন প্রক্রিয়া আরও উন্নত করা হবে। মেট্রো লাইন, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু। ফলে অনেক যুবকের কর্মসংস্থান হবে।