scorecardresearch
 

Eastern Railway Cancelled Trains: ঝাড়খণ্ডে বন্ধ , আজ হাওড়ায় বাতিল একাধিক ট্রেন, রইল লিস্ট

Eastern Railway Cancelled Trains: মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩-এ হাওড়ায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন, ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেনের রুট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার বালিত হওয়া ট্রেনের সম্পূর্ণ তালিকা...

Advertisement
ঝাড়খণ্ডে বন্ধ , আজ হাওড়ায় বাতিল একাধিক ট্রেন! ঝাড়খণ্ডে বন্ধ , আজ হাওড়ায় বাতিল একাধিক ট্রেন!
হাইলাইটস
  • মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩-এ হাওড়ায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
  • বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন, ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেনের রুট।

Eastern Railway Cancelled Trains: মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩-এ হাওড়া লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ঝাড়খণ্ডে আদিবাসি সমাজের ডাকা ১২ ঘণ্টার বনধে পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল।

ঝাড়খণ্ডের চিরুগোড়া স্টেশনে একাধিক দাবিতে রেল অবরোধ করেছেন আদিবাসি সমাজের বনধ সমর্থনকারীরা। তারই প্রভাবে বাতিল করতে হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেনের রুট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার বালিত হওয়া ট্রেনের সম্পূর্ণ তালিকা...

০৪ জুলাই, ২০২৩-এ হাওড়ায় বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকা:
১২০২২ আপ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে।
১২০২১ ডাউন বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস মঙ্গলবার হাওড়ার পরিবর্তে খড়গপুর পর্যন্ত যাবে।
০৮০৭১ এবং ০৮০৭২ আপ ও ডাউন খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল এই বনধের জন্য বাতিল করা হয়েছে।
১৮০৩৩ আপ হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস আজ হাওড়ার পরিবর্তে খড়গপুর পর্যন্ত যাবে।
১৮০৩৪ ডাউন হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস আজ হাওড়ার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়বে।

আরও পড়ুন

ঝাড়খণ্ডে আদিবাসি সমাজের ডাকা ১২ ঘণ্টার বনধের জন্য গতকাল বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছিল। এই তালিকায় রয়েছে ১৫০২২ গোরক্ষপুর-শালিমার এক্সপ্রেস, ২২৯০৫ ওখা-শালিমার এক্সপ্রেস এবং হাওড়া-সিএসএমটি (মুম্বই) দুরন্ত এক্সপ্রেস। হাওড়া-সিএসএমটি (মুম্বই) দুরন্ত এক্সপ্রেস সোমবার মেদিনীপুর-আদ্রা-টাটানগর হয়েছে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে। আগামিকাল, বুধবার থেকে পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখায় ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা কর্তৃপক্ষের।

Advertisement