scorecardresearch
 

Driving License: ভারতীয় লাইসেন্স দিয়েই গাড়ি-বাইক চালান যাবে আমেরিকায়, নিয়মটা জানেন তো?

প্রতি বছর লাখ লাখ ভারতীয় আমেরিকায় পাড়ি দেন। তাদের কেউ পর্যটক হিসেবে আমেরিকায় পৌঁছন আবার কেউ ব্যবসা করার উদ্দেশে। তবে আমেরিকায় যাঁরা যান, তাঁদের একটা বড় সংখ্যক হলেন ভারতীয় ছাত্র৷ এমন পরিস্থিতিতে আমেরিকার রাস্তায় গাড়ি চালানোর ইচ্ছে থাকে সবসময়। কিন্তু আপনি কি জানেন যে আপনি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমেরিকায় গাড়ি বা বাইক চালাতে পারেন?

Advertisement
ভারতীয় লাইসেন্স দিয়েই গাড়ি চালান আমেরিকায় ভারতীয় লাইসেন্স দিয়েই গাড়ি চালান আমেরিকায়

প্রতি বছর লাখ লাখ ভারতীয় আমেরিকায় পাড়ি দেন। তাদের কেউ পর্যটক হিসেবে আমেরিকায় পৌঁছন আবার কেউ ব্যবসা করার উদ্দেশে। তবে আমেরিকায় যাঁরা যান, তাঁদের একটা বড় সংখ্যক হলেন ভারতীয় ছাত্র৷ এমন পরিস্থিতিতে আমেরিকার রাস্তায় গাড়ি চালানোর ইচ্ছে থাকে সবসময়। কিন্তু আপনি কি জানেন যে আপনি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমেরিকায় গাড়ি বা বাইক চালাতে পারেন?

শুধু আমেরিকায় নয়, যে কোনো দেশেই আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের সাহায্যে সহজেই টু-হুইলার বা ফোর-হুইলার চালানো যায়। কিন্তু কীভাবে এই আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স করা হয় এবং এর নিয়ম-কানুন কী?

আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স কী?
আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স হল দ্বি-চাকার এবং চার চাকার গাড়ি চালানোর জন্য একটি আন্তর্জাতিক বৈধ লাইসেন্স। এর মেয়াদ প্রায় এক বছর। এই ধরনের লাইসেন্স চিনা, জার্মান, স্প্যানিশ এবং আরবি সহ অনেক ভাষায় তৈরি করা যেতে পারে। বলা হয়, বিশ্বের প্রায় ১৫০টি দেশে এই লাইসেন্স বৈধ। এটির মেয়াদ শেষ হওয়ার পরে এটি পুনর্নবীকরণ করা যেতে পারে।

আরও পড়ুন

রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (RTO) ছাড়াও ওয়েস্টার্ন ইন্ডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল ট্রাফিক কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মাধ্যমেও এই লাইসেন্স করা যেতে পারে।

ভারতীয় লাইসেন্স আমেরিকাতেও বৈধ
 আপনার ভারতীয় লাইসেন্স  আমেরিকাতেও এক বছরের জন্য বৈধ হবে। তবে ভারতীয় লাইসেন্স ইংরেজিতে রয়েছে তা নিশ্চিত করতে হবে। এর সঙ্গে  আমেরিকায় প্রবেশের প্রমাণ হিসেবে I-94 ফর্ম থাকাও আবশ্যক। এই ফর্মটি আমেরিকাতে ড্রাইভিং নিয়মের সাপেক্ষে এবং এই ফর্মের সাহায্যে আপনি আমেরিকার রাস্তায় কোন বাধা ছাড়াই গাড়ি চালাতে পারবেন।

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরা এভাবে লাইসেন্স পেতে পারেন
আপনি যদি আমেরিকায় স্থায়ীভাবে থাকতে চান, তাহলে সেখান থেকে লাইসেন্স পেতে পারেন। আপনার বাড়ি যেখানে অবস্থিত সেই রাজ্যের পরিবহন বিভাগ থেকে আপনি লাইসেন্স পেতে পারেন। একটি লাইসেন্স পেতে, শুধুমাত্র ঠিকানা প্রমাণ প্রয়োজন।

Advertisement

এইভাবে আপনি আমেরিকান লাইসেন্স পাবেন
আপনার বয়স ১৮ বছরের কম হলে প্রথমে আপনি একটি লার্নিং লাইসেন্স পাবেন। লার্নিং লাইসেন্সের মেয়াদ ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত। তবে, এটি লার্নিং লাইসেন্স হোক বা স্থায়ী লাইসেন্স, উভয় ক্ষেত্রেই  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

লাইসেন্সের জন্য আপনার ঠিকানা এবং আইডি প্রমাণ থাকতে হবে। যদি বয়স ১৮ বছরের কম হয় তবে আপনি পিতামাতা বা স্কুল থেকে একটি হলফনামা আনতে পারেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চোখের পরীক্ষাও করা হয়। চোখ দুর্বল হলে লাইসেন্স পাওয়া যায় না। চশমা বা লেন্স ব্যবহার আবশ্যক হয়ে পড়ে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রয়েছে ড্রাইভিং পরীক্ষা। আপনি যদি লিখিত পরীক্ষার পাশাপাশি ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে আপনি লাইসেন্স পাবেন। তবে এর আগে সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

আমেরিকায় ড্রাইভিং নিয়ম
ভারতে গাড়ি বাম দিকে চালিত হয়। অথচ আমেরিকায় ডান দিকে গাড়ি চালানোর নিয়ম আছে। আমেরিকায় গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরা বাধ্যতামূলক। এর পাশাপাশি গতিসীমার দিকেও বিশেষ নজর দিতে হবে।

Advertisement