scorecardresearch
 

How To Be Crorepati In 10 years : চাকরি পাওয়ার ১০ বছরের মধ্যেই কোটিপতি হওয়া গ্যারান্টি, রইল উপায়

অভিষেক দেবের ব্যাখ্যা অনুযায়ী SIP-এর জন্য সঠিক ফান্ড বেছে নেওয়ার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা বিনিয়োগ উপদেষ্টার পরামর্শ নেওয়া যেতে পারে। একই সঙ্গে প্রতি এক বছরে এসআইপি-র পরিমান কতোটা বাড়ানো যায়, সেটিরও সমীক্ষা করা উচিত। দেব বলেছেন ধনী হওয়ার দুটি সহজ সিক্রেট হল, 'শীঘ্রই বিনিয়োগ শুরু করুন' এবং 'নিয়মিত বিনিয়োগ করুন।'

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সঠিক পরিকল্পনায় হওয়া যায় কোটিপতি
  • করতে হবে সঞ্চয় ও বিনিয়োগ
  • জানুন বিশেষজ্ঞদের টিপস

প্রায় সকলেই কোটিপতি হতে চান। কিন্তু বাস্তবে হতে পারেন মাত্র কিছু মানুষ। তবে যদি পরিকল্পনা করে সঞ্চয় ও বিনিয়োগ করতে পারেন, তাহলে খুব সহজেই কোটিপতি হতে পারবেন। এর জন্য প্রথম বেতন থেকেই খুব পরিকল্পনা করে সঞ্চয় শুরু করতে হবে। 

প্রথম বেতন থেকেই শুরু করুন বিনিয়োগ
বিজনেস টুডে-র এক পাঠকের প্রশ্নের উত্তরে কোটিপতি হওয়ার ফর্মুলা জানিয়েছেন Epsilon Money-র সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও অভিষেক দেব। অভিষেক বলেন, প্রথম বেতনই হল বিনিয়োগকে শৃঙ্খলাবদ্ধ করার সেরা সুযোগ। দীর্ঘমেয়াদে বিশাল সম্পদ তৈরি করতে, প্রথম বেতন থেকেই একটি অংশ আলাদা রাখুন। ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই ব্যয় করুন। সঠিকভাবে নির্বাচিত ইক্যুইটি এবং ব্যালেন্স ফান্ডে এসআইপি শুরু করুন।  

ধনী হওয়ার দুই সিক্রেট
অভিষেক দেবের ব্যাখ্যা অনুযায়ী SIP-এর জন্য সঠিক ফান্ড বেছে নেওয়ার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা বিনিয়োগ উপদেষ্টার পরামর্শ নেওয়া যেতে পারে। একই সঙ্গে প্রতি এক বছরে এসআইপি-র পরিমান কতোটা বাড়ানো যায়, সেটিরও সমীক্ষা করা উচিত। দেব বলেছেন ধনী হওয়ার দুটি সহজ সিক্রেট হল, 'শীঘ্রই বিনিয়োগ শুরু করুন' এবং 'নিয়মিত বিনিয়োগ করুন।'

এভাবে হোন ১০ বছরে কোটিপতি
কোটিপতি হওয়ার প্রশ্নে অভিষেক দেব বলেন, যদি প্রতি মাসে ৪৫ হাজার টাকা বিনিয়োগ করা হয়, তাহলে ১০ বছরে মোট বিনিয়োগের অর্থ হবে ৫৪ লক্ষ টাকা। এর ওপর যদি ১২ শতাংশ রিটার্ন হয়, তাহলে ১০ বছরে আপনার বিনিয়োগের অর্থ হবে ১.০৪ কোটি টাকা। একইভাবে, ১২ শতাংশ চক্রবৃদ্ধি সুদে ১০ বছরে ৩৩ লক্ষ টাকা বেড়ে হবে ১.০২ কোটি। তিনি বলেন, সম্পদ তৈরির জন্য শৃঙ্খলা এবং সঠিক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাঁর মতে ধনী হওয়ার জন্য বুদ্ধিমত্তার চেয়ে শৃঙ্খলাবদ্ধ হওয়া বেশি প্রয়োজনীয়। 

Advertisement

আরও পড়ুনওজন ঝরাতে দেদার গ্রিন টি খাচ্ছেন? অনিদ্রা সহ একগুচ্ছ সমস্যা বাসা বাঁধছে শরীরে

 

Advertisement