গরমের ছুটিতে যদি আপনার দক্ষিণ ভারতের তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে IRCTC দিচ্ছে ভাল প্যাকেজ। দেশের বিভিন্ন অংশে ধর্মীয় স্থানগুলির জন্য মাঝেমধ্যেই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে IRCTC। আর এবার উত্তর প্রদেশের মানুষের জন্য 'স্বদেশ দর্শন যাত্রা যোজনা'র (Swadesh Darshan Yatra Yojana) অধীনে দক্ষিণ ভারতের একটি প্যাকেজ নিয়ে এসেছে এই সংস্থা।
১০ রাত ও ১১ দিনের এই প্যাকেজ ট্যুর শুরু হচ্ছে আগামী ২৮ এপ্রিল। ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং। এই ট্যুরের বিশেষ বিষয় হল, এসি এবং নন এসি, দুটিরই সুবিধা দেওয়া হয়েছে। IRCTC-র মতে, গোরখপুর, দেওরিয়া সদর, বেলথারা রোড, মউ, বারাণসী, জৌনপুর সিটি সুলতানপুর, লখনউ, কানপুর এবং ঝাঁসি অঞ্চলের যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই প্যাকেজটি চালু করা হয়েছে।
প্যাকেজে কী থাকছে?
এই প্যাকেজ ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত চলবে। এতে রামেশ্বরম (রামনাথ স্বামী মন্দির), মাদুরাই (মীনাক্ষী মন্দির), কোভালাম বিচ, তিরুবনন্তপুরম (পদ্মনাভম মন্দির), তিরুপতির শ্রী পদ্মাবতী মন্দির, শ্রী কপিলেশ্বর স্বামী মন্দির, ইসকন মন্দির, শ্রী কালহস্তি মন্দির এবং মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ (কুরনুল টাউন) ধর্মীয় স্থানগুলি ভ্রমণ করান হবে।
প্যাকেজ ও ভাড়া
এসি ৩ টিয়ারে এই প্যাকেজের জনপ্রতি ভাড়া ২৮,৭৫০ টাকা এবং নন-এসিতে ২০,৪৪০ টাকা। গোরখপুর, বারাণসী, প্রয়াগরাজ সঙ্গম, লখনউ, কানপুর ও বীরাঙ্গনা লক্ষ্মীবাই থেকে এই ট্রেনে চাপা যাবে।
রয়েছে এই সুবিধাগুলি
এই প্যাকেজের মধ্যে রয়েছে সকাল, দুপুর ও রাতের নিরামিষ খাবার। নন-এসি বাসে স্থানীয় ট্যুর এবং নন-এসি ধর্মশালায় থাকার ব্যবস্থা। এছাড়াও উচ্চমানের স্বাস্থ্যবিধি এবং কোভিড প্রোটোকল মেনেই করা হবে ভ্রমণ।
কীভাবে করবেন বুকিং?
IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট irctctourism.com-এ গিয়ে বুকিং করা যাবে। তাছাড়া রিজিওনাল অফিস থেকেও করা যাবে বুকিং। বুকিংয়ের সময় পেমেন্টের সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলসও দিতে হবে। আরও তথ্যর জন্য ৮৫৯৫৯২৪২৭৩, ৮৫৯৫৯২৪২৭৪, ৮২৮৭৯৩০৯৩৯, ৭০৮১৫৮৬৩৮৩, ৮২৮৭৯৩০৯৩২ এবং ৮৫৯৫৯২৪২৯৮ নম্বরে ফোন করুন।
আরও পড়ুন - সোনা-হিরে নয়! Youtube স্টারের গলায় যেটা ঝুলছে, দাম ৪৫ কোটি টাকা