scorecardresearch
 

Kolkata Metro New Time Table : মেট্রো যাত্রীদের জন্য সুখবর, আজ থেকে আরও সকালে পরিষেবা

রবিবার অবশ্য মেট্রোর প্রথম পরিষেবা সকাল ৯টায়। এক্ষেত্রে উইক ডে তে মেট্রো পরিষেবা থাকছে ২৮২টি। শনিবার মিলবে ২৩৪টি পরিষেবা। আর রবিবার ১৩০টি পরিষেবা পাবেন যাত্রীরা। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে অবশ্য কোনও পরিবর্তন আনা হয়নি। 

Advertisement
কলকাতা মেট্রো কলকাতা মেট্রো
হাইলাইটস
  • কলকাতা মেট্রোর প্রথম পরিষেবা এগিয়ে এল
  • সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো
  • অপরিবর্তিত ইস্ট-ওয়েস্ট পরিষেবা

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। সোমবার থেকে মেট্রো পরিষেবা (Kolkata Metro Service) শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটে (Kolkata Metro New Time Table)। রবিবার মেট্রোর তরফে ট্যুইট করে এই কথা জানানো হয়েছে। এর ফলে যাত্রীদের আরও সুবিধা হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। একনজরে দেখে নেওয়া যাক মেট্রোর নয়া পরিষেবা। 

সোমবার থেকে শনিবার প্রথম পরিষেবা
দমদম থেকে কবি সুভাষ সকাল ৬টা ৫০ মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা ৫০ মিনিটে
দমদম থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা ৫৫ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭ টায়

সোমবার থেকে শনিবার শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ২৮ মিনিটে 
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি ৯টা ৩০ মিনিটে 
দমদম থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ৪০ মিনিটে
কবি সুভাষ থেকে দমদম রাত্রি ৯টা ৪০ মিনিটে 

রবিবার অবশ্য মেট্রোর প্রথম পরিষেবা সকাল ৯টায়। এক্ষেত্রে উইক ডে তে মেট্রো পরিষেবা থাকছে ২৮২টি। শনিবার মিলবে ২৩৪টি পরিষেবা। আর রবিবার ১৩০টি পরিষেবা পাবেন যাত্রীরা। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে অবশ্য কোনও পরিবর্তন আনা হয়নি। 

আরও পড়ুনএই ১২টি জায়গা দেখা যায় না গুগল ম্যাপে, কারণ জানলে অবাক হবেন

 

Advertisement