scorecardresearch
 

PAN-Aadhaar Linking: ৩১ মার্চের মধ্যে Aadhaar-PAN লিঙ্ক করলে ১,০০০ টাকা ফাইন দিতেই হবে? জানুন

PAN-Aadhaar Linking: দেশজুড়ে এখন একটা প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে প্যান-আধার লিঙ্ক করলে কি ১,০০০ টাকা জরিমানা দিতে হবে? চলুন এর উত্তর আর অফলাইনে PAN-Aadhaar লিঙ্ক করার পদ্ধতি জেনে নেওয়া যাক...

Advertisement
৩১ মার্চের মধ্যে Aadhaar-PAN লিঙ্ক করলে ১,০০০ টাকা ফাইন দিতেই হবে? ৩১ মার্চের মধ্যে Aadhaar-PAN লিঙ্ক করলে ১,০০০ টাকা ফাইন দিতেই হবে?
হাইলাইটস
  • দেশজুড়ে এখন একটা প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।
  • ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে প্যান-আধার লিঙ্ক করলে কি ১,০০০ টাকা জরিমানা দিতে হবে?

PAN-Aadhaar Linking: আয়কর বিভাগ বারবার প্যান-আধারের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দিচ্ছে৷ প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা শেষ হচ্ছে ৩১ মার্চ, ২০২৩। আয়কর দফতর বহুবার এই সময়সীমা সম্পর্কে সতর্ক করে দিয়েছে। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে PAN-Aadhaar লিঙ্ক না করেন, তাহলে আপনার PAN কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

দেশজুড়ে এখন একটা প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে প্যান-আধার লিঙ্ক করলে কি ১,০০০ টাকা জরিমানা দিতে হবে? চলুন এর উত্তর আর অফলাইনে PAN-Aadhaar লিঙ্ক করার পদ্ধতি জেনে নেওয়া যাক...

এখনও পর্যন্ত দেশের প্রায় ১৩ কোটি মানুষ প্যান আধার লিঙ্ক করেননি
সম্প্রতি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের চেয়ারপার্সন নীতিন গুপ্তা মিডিয়াকে জানিয়েছেন যে মোট ৬১ কোটি PAN ধারকদের মধ্যে ৪৮ কোটি লোক তাদের PAN-Aadhaar লিঙ্ক করেছেন। একই সময়ে, মোট ১৩ কোটি লোক রয়েছেন, যারা এখনও আধারকে PAN-এর সঙ্গে লিঙ্ক করেননি। এর সঙ্গে, তিনি বলেছিলেন যে যারা ৩১ মার্চ, ২০২৩ (প্যান আধার লিঙ্কের সময়সীমা) এর মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করবেন না, তারা প্যান কার্ড সম্পর্কিত অনেক লেনদেনের সুবিধা আর পাবেন না।

আরও পড়ুন: হোম লোন ছাড়াই দ্রুত বাড়ি কিনতে চান? মিউচুয়াল ফান্ডে সম্ভব, কী ভাবে?

PAN-Aadhaar লিঙ্ক করলে কি ১,০০০ টাকা জরিমানা দিতে হবে?
বাজেট ২০২৩-এ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করেছেন যে আপনি এখন ব্যবসায়িক আইডি হিসাবে প্যান কার্ড ব্যবহার করতে পারেন। আপনি যদি ৩১ মার্চের মধ্যে এই কাজটি না করেন, তাহলে আপনাকে পরবর্তীতে লিঙ্ক করতে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় থাকবে। আর ৩১ মার্চের মধ্যে PAN-Aadhaar লিঙ্ক করলে আপনাকে প্রথমে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। তারপর কাজটি সম্পূর্ণ হবে।

Advertisement

কীভাবে অফলাইনে PAN-Aadhaar লিঙ্ক করাবেন?
যদি কোনও কারণে অনলাইনে PAN-Aadhaar লিঙ্ক করাতে অসুবিধা হয় তাহলে SMS পাঠিয়েও সহজেই এই কাজটি সেরে নেওয়া যায়। এর জন্য আপনার মোবাইল থেকে SMS পাঠিয়ে PAN-Aadhaar লিঙ্ক করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে একটি মেসেজ টাইপ করতে হবে। মোবাইল ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে UIDPAN লিখে একটা স্পেস দিয়ে লিখে স্পেস দিয়ে টাইপ করতে হবে। মেসেজ লেখা হয়ে গেলে আপনি আধারের সঙ্গে আপনার নথিভুক্ত মোবাইল নম্বর থেকে 567678 অথবা 56161 নম্বরে SMS পাঠিয়ে দিন। যদি আপনার আধার নম্বর হয় 983XXX521072 এবং আপনার PAN হয় ABCDE1234F, তাহলে আপনাকে UIDPAN 983XXX521072 ABCDE1234F টাইপ করতে হবে এবং এই বার্তাটি 567678 বা 56161 নম্বরে পাঠাতে হবে। এটা করলেই আপনার PAN-Aadhaar লিঙ্ক হয়ে যাবে।

Advertisement