scorecardresearch
 

Petrol Diesel Price Today : পেট্রোল-ডিজেলের দামে নাজেহাল মানুষ, আজ কত?

সোমবার সকাল ৬টায় জ্বালানির দামের সর্বশেষ আপডেট জানিয়েছে তেল সংস্থাগুলি। তাতে দেখা যাচ্ছে সোমবারও পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন আসেনি। অর্থাৎ এই নিয়ে একটানা ১২ দিন দেশে অপরিবর্তিত পেট্রোল ডিজেলের মূল্য।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • তেলের দামে আবারও স্বস্তি
  • আজও অপরিবর্তিত জ্বালানির মূল্য
  • কোথায় কত জেনে নিন

IOCL, Petrol-Diesel Price Today 18 April 2022 : সপ্তাহের প্রথম কাজের দিনে জ্বালানির দাম নিয়ে স্বস্তি আমজনতার। সোমবার সকাল ৬টায় জ্বালানির দামের সর্বশেষ আপডেট জানিয়েছে তেল সংস্থাগুলি। তাতে দেখা যাচ্ছে সোমবারও পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন আসেনি। অর্থাৎ এই নিয়ে একটানা ১২ দিন দেশে অপরিবর্তিত পেট্রোল ডিজেলের মূল্য। এবার একনজরে দেখে নেওয়া যাক দেশের প্রধান চার শহরে আজ তেলের দাম।

শহর        পেট্রোল        ডিজেল
দিল্লি          ১০৫.৪১        ৯৬.৬৭
মুম্বই          ১২০.৫১        ১০৪.৭৭
কলকাতা    ১১৫.১২        ৯৯.৮৩
চেন্নাই         ১১০.৮৫       ১০০.৯৪

গত ২২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ১৪ দফায় পেট্রোল ও ডিজেলের দাম মোট ১০ টাকা করে প্রতি লিটার বৃদ্ধি পায়। তবে ৭ এপ্রিল থেকে তেলের দাম একই রয়েছে। সেক্ষত্রে লাগাতার জ্বালানির মৃল্যবৃদ্ধির পর এপর্যন্ত একটানা মোট ১২ দিন রেহাই পেলেন গ্রাহকরা। 

এসএমএস-এর মাধ্যমে জানা যাবে পেট্রোল ডিজেলের দাম
গ্রাহকরা শুধুমাত্র একটি SMS-এর মাধ্যমে নিজেদের শহরের পেট্রোল-ডিজেলের দাম জানতে পারবেন। এর জন্য IOCL গ্রাহকদের নিজের শহরের RSP কোড লিখে এসএমএস করতে হবে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে। নিজের শহরের RSP কোড জানতে ক্লিক করুন এখানে।  

আরও পড়ুন - ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টির কী পূর্বাভাস?


 

Advertisement