দিনকয়েক পর ধনতেরাস (Dhanteras)। সোনা (Gold) কেনার হিড়িক পড়বে সোনার দোকানগুলিতে। যদিও, করোনাকালে ম্লান হয়েছে সমস্ত উৎসবই। তবে বছরে একবার ধনতেরাসে সোনা, রুপো বা যেকোনও ধাতু আনার শুভ দিনটি বাদ দিতে চান না কেউই। গত ২ বছরে অনেকটাই বদলে গিয়েছে সামাজিক পরিস্থিতি। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল নির্ভর। টাকা পয়সার লেনদেন, শপিং, বাজার সবকিছু বাড়িতে বসে অ্যাপের মাধ্যমেই সেরে নিচ্ছে। তবে কি এবার ধনতেরাসে সোনা ক্রয়ে ইনভেস্ট করা হবে ডিজিটালেই?
নতুন প্রজন্ম ঝুঁকছে ডিজিটাল ইনভেস্টমেন্টে। ভারতে এখনও মান্যতা পায়নি ক্রিপ্টোকারেন্সি। তবুও ক্রিপ্টোতে বিনিয়োগ করছে কয়েক লক্ষ মানুষ। এর পিছু পিছু ঢুকে পড়েছে ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট। মানুষ যুগ যুগ ধরে সোনা ক্রয়ে বিনিয়োগ করে আসছে এবং দেশের জনপ্রিয় সম্পদ হল সোনা। গত কয়েক বছরে ডিজিটাল বিপ্লবের জেরে সোনার বাজার প্রসারিত হয়েছে। বিনিয়োগের একটি নতুন রূপ চালু করেছে-ডিজিটাল সোনা। তবে ভারতে ডিজিটাল সোনাতে বিনিয়োগের ধারণা বেশ নতুন।
ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট (Digital Gold Investment) কী?
ডিজিটাল গোল্ড সাধারণ সোনার মতোই তবে তা অনলাইনে কেনা যায়। গ্রাহক তা বিক্রেতার দ্বারা বীমার মধ্যে দিয়ে সংরক্ষণ করতে পারবে। ২৪ ক্যারেট হলমার্ক সোনা কিনতে বা বিক্রি করতে পারেন সর্বনিম্ন ১ টাকায়। সহজভাবে বলতে গেলে ভল্ট সংরক্ষিত ২৪ ক্যারেট খাঁটি সোনা ডিজিটাল মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এর জন্য অনেকরকম প্ল্যাটফর্ম রয়েছে।
এর সুবিধাগুলি কী কী?
এটি আপনি সঙ্গে রাখতে পারবেন না। না ছুঁতে পারবেন, না দেখতে। আপনি যেখানে ডিজিটাল সোনায় বিনিয়োগ করছেন সেখানেই সোনার একটা অংশ আপনার নামে সংরক্ষিত থাকবে। তাই চুরি বা হারিয়ে যাওয়ার ভয় নেই। কোনও মজুরি চার্জ নেই। সোনা কিনলে, ২৪ ক্যারেটের মধ্যে পুরোটা সোনা থাকে না, অন্য ধাতু মেশানো হয়। এক্ষেত্রে, পুরোটাই ২৪ ক্যারেটের খাঁটি সোনা। তাই অনেকেই সোনা কেনার এই মাধ্যমকে স্বাগত জানাচ্ছে।
ডিজিটাল সোনায় বিনিয়োগ কতটা নিরাপদ?
এটি সম্পূর্ণভাবে নিরাপদ নয়। কারণ, সেবির তরফে এখনও ডিজিটাল সোনায় বিনিয়োগে সবুজসংকেত দেওয়া হয়নি। তবে কিছু ক্ষেত্রে সেবির নির্দেশিকা মেনে ক্রেতারা ডিজিটাল সোনায় বিনিয়োগ করতে পারেন। কিন্তু কোনওভাবে টাকা চোট হলে সরকারের তরফে অর্থ ফেরৎ দেওয়া হবে না। মাসখানেক আগে ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্টকে নিরাপদ নয় বলে জানায় সেবি। ঝুঁকিপূর্ণ হলেও যদি গ্রাহক কিনতে চান, তবে তারা কিনতেই পারেন। তাতে কোনও বাধা নেই সরকারের তরফে। এ প্রসঙ্গে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ অভিষেক মিত্র জানান,"এটি সম্পূর্ণরূপে নিরাপদ নয়। ভারতের নাগরিক হিসেবে সেবির নির্দেশিকা সকলের মানা উচিত। তাই সেবির নির্দেশিকা মেনে গ্রাহকরা ডিজিটাল সোনায় বিনিয়োগ করতেই পারেন। তবে তা একেবারেই গ্রাহকের নিজের সিদ্ধান্ত।"