প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তি জারি করা হয়েছে। ৮ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৬ হাজার কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। যদি আপনিও প্রধানমন্ত্রী কিষাণ যোজনার (PM Kisan Samman Nidhi) টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন এবং যদি এখনও আপনার অ্যাকাউন্টে ২০০০ টাকা না পৌঁছে থাকে, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ সেই টাকা পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে, তা এখানে বলা হচ্ছে।
যদি ১৩তম কিস্তি না আসে তাহলে যা করবেন...
আপনি যদি ই-কেওয়াইসি, আধার সিডিং, ল্যান্ড সিডিং না করে থাকেন তাহলে আপনার টাকা আটকে যাবে। তাই সেই টাকা পেতে, প্রথমে এই স্কিমের ওয়েবসাইটে যান এবং গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন৷ এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করার পরে, রাজ্য সরকার আপনার নাম ক্লিয়ার করবে এবং পরবর্তী কিস্তির সঙ্গে সমস্ত টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
১. pmkisan.gov.in ওয়েবসাইটে যান।
২. ডান পাশে ফর্মার কর্নার লেখা দেখা যাবে। তাতে ক্লিক করুন।
৩. এবার Beneficiary Status এ ক্লিক করুন।
৪. এখানে আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর এবং ফোন নম্বরের অপশান দেখতে পাবেন।
৫. আধার নম্বর লিখুন এবং Get Data-তে ক্লিক করুন।
৬. প্রক্রিয়াটি অনুসরণ করার পর, সমস্ত তথ্য আপনার সামনে প্রকাশিত হবে।
৭. আপনার আধার নম্বর এবং অ্যাকাউন্ট নম্বরে ভুল থাকলে আপনি তা সংশোধন করতে পারেন
অ্যাকাউন্টে ২০০০ টাকা না পেলে এখানে যোগাযোগ করুন
যদি প্রাপকদের তালিকায় নাম ওঠার পরেও ১৩তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে না পৌঁছায়, তাহলে pmkisan-ict@gov.in আইডি-তে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনি PM কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- ১৫৫২৬১ বা ১৮০০১১৫৫২৬ (টোল ফ্রি) অথবা ০১১-২৩৩৮১০৯২ নম্বরে যোগাযোগ করতে পারেন। সেখানে আপানর সম্যার সমাধান সম্ভব হবে।
আরও পড়ুন - 'আবার যকের ধন'! এবার শান্তিপ্রসাদের বাড়িতে দেড় কেজি সোনা-টাকার পাহাড়