scorecardresearch
 

Train Cancelled : বৃহস্পতিতেও দক্ষিণ-পূর্ব রেলে বাতিল প্রচুর লোকাল, শিয়ালদা শাখায়ও দুর্ভোগ

এসটি (ST) তালিকাভুক্ত করা দাবিতে এদিন রেল এবং রাজ্য সড়ক অবরোধ করেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হচ্ছে আগামিকাল বৃহস্পতিবারও বেশকিছু ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি যাত্রাপথও কমানো হবে কিছু ট্রেনের। এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা (Train Cancelled In South Eastern Railway)। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ফের বাতিল থাকবে ট্রেন
  • প্রচুর ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে
  • ভোগান্তির আশঙ্কা শিয়ালদা শাখাতেও

কুড়মিদের আন্দোলনকে ঘিরে বুধবার ব্যাপক প্রভাবিক হয় দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। কুড়মিদের এসটি (ST) তালিকাভুক্ত করা দাবিতে এদিন রেল এবং রাজ্য সড়ক অবরোধ করেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হচ্ছে আগামিকাল বৃহস্পতিবারও বেশকিছু ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি যাত্রাপথও কমানো হবে কিছু ট্রেনের। এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা (Train Cancelled In South Eastern Railway)। 

যে ট্রেনগুলি বাতিল 
1.    12130  Howrah-Pune Azad Hind Express
2.    18005 Howrah-Jagdalpur Express
3.    12834 Howrah-Ahmedabad Express
4.    12222 Howrah-Pune Duranto Express
5.    12814  Tatanagar-Howrah Express
6.    12021 Howrah-Barbil Jan Shatabdi Express
7.    22861 Howrah-Kantabanji Express
8.    22892 Ranchi-Howrah Intercity Express
9.    18033 Howrah-Ghatsila MEMU Express
10.    22823 Bhubaneswar-New Delhi Rajdhani Express
11.    22891 Howrah-Ranchi  Express
12.    12872 Titlagarh-Howrah Express
13.    18034 Ghatsila-Howrah MEMU Express
14.    12860 Howrah-Mumbai CSMT Gitanjali Express
15.    22894 Howrah-Sai Nagar Shirdi Express
16.    18030 Shalimar-LTT Express
17.    12022 Barbil-Howrah Jan Shatabdi Express
18.    12813 Howrah-Tatanagar Steel Express
19.    12810 Howrah-Mumbai CSMT Mail
20.    22170  Santragachi-Rani Kamlapati Humsafar Express
21.    18615 Howrah-Hatia Express
22.    08049 Kharagpur-Jhargram MEMU Special
23.    08054 Tatanagar-Kharagpur MEMU Special
24.    08015 Kharagpur-Jhargram MEMU Special
25.    18019 Jhargram-Dhanbad MEMU Express
26.    18020 Dhanbad -Jhargram MEMU Express
27.    08055 Kharagpur-Tatanagar MEMU Special
28.    08060 Tatanagar-Kharagpur MEMU Special
29.    08069 Santragachi-Jhargram MEMU Special
30.    08070 Jhargram-Santragachi MEMU Special
31.    08160 Tatanagar-Kharagpur MEMU Special
32.    08071 Kharagpur-Tatanagar Special
33.    08050 Jhargram-Kharagpur MEMU Special
34.    08159 Kharagpur-Tatanagar MEMU Special
35.    08056 Tatanagar-Kharagpur MEMU Special
36.    08053 Kharagpur-Tatanagar MEMU Special
37.    08072 Tatanagar-Kharagpur  Special
38.    08059 Kharagpur-Tatanagar MEMU Special
39.    08016 Jhargram-Kharagpur MEMU Special
40.    18006 Jagdalpur-Howrah Express
41.    12809 Mumbai CSMT-Howrah Mail
42.    18477 Puri-Yog Nagari Rishikesh Express
43.    18616 Hatia-Howrah Express
44.    12801 Puri-New Delhi Express
45.    18011 Howrah-Adra-Chakradharpur Express
46.    18085 Kharagpur-Ranchi MEMU Express
47.    18116 Chakradharpur-Gomoh  MEMU Express
48.    13301 Dhanbad-Tatanagar Express
49.    18183 Tatanagar-Danapur Express
50.    12883 Santragachi-Purulia Express
51.    18036 Hatia-Kharagpur Express
52.    18035 Kharagpur-Hatia Express
53.    18184  Danapur-Tatanagar Express
54.    12884 Purulia-Howrah Express
55.    13302 Tatanagar-Dhanbad Express
56.    18086 Ranchi-Kharagpur MEMU Express
57.    18115 Gomoh-Chakradharpur MEMU Express
58.    18012 Chakradharpur-Adra- Howrah Express
59.    13287 Durg-Rajendranagar Express
60.    12827 Howrah-Purulia Express
61.    18181 Tatanagar-Thawe Express  
62.    18182 Thawe-Tatanagar Express
63.    13288 Rajendranagar-Durg Express
64.    08641 Adra-Barkakana MEMU Passenger Special
65.    08649 Adra-Purulia MEMU Special
66.    03595 Bokaro Steel City-Asansol MEMU Special
67.    03598 Asansol- Ranchi MEMU Special
68.    08650 Purulia-Adra MEMU Special
69.    03592 Asansol-Bokaro Steel City MEMU Special
70.    03594 Asansol-Purulia MEMU Special
71.    03593 Purulia-Asansol MEMU Special
72.    08647 Adra-Barabhum MEMU Special
73.    03591 Bokaro Steel City-Asansol MEMU Special
74.    08648 Barabhum-Adra MEMU Special
75.    08642 Barkakana-Adra MEMU Special
76.    03596 Asansol-Bokaro Steel City MEMU Special
77.    08697 Jhargram-Purulia MEMU Special
78.    08698 Purulia-Jhargram MEMU Special

Advertisement

যাত্রাপথ কমছে যে ট্রেনগুলির
1.    12828 Purulia-Howrah Express journey commencing on 06.04.2023 will be Short Originated from Adra
2.    08173 Asansol-Tatanagar MEMU Special  journey commencing on 06.04.2023 will be Short Terminated at Adra
3.    08174 Tatanagar-Asansol MEMU Special  journey commencing on 06.04.2023 will be Short Originated from Adra
4.    03597 Ranchi-Asansol MEMU Special journey commencing on 06.04.2023 will be Short Originated from Adra
5.    08652  Asansol-Barabhum MEMU Special journey commencing on 06.04.2023 will be Short Terminated at Adra
6.    08651 Barabhum-Asansol MEMU Special journey commencing on 06.04.2023 will be Short Originated from Adra
7.    22605 Purulia-Villupuram Express journey commencing on 07.04.2023 will be Short Originated from Adra

এছাড়াও বেশকিছু মেল ও এক্সপ্রেসকে ঘুরপথে চালানো হবে বলেও জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। অন্যদিকে শিয়ালদা স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনিবার ৮ তারিখ রাত্রি ১০টা ২০ মিনিট থেকে রবিবার ৯ তারিখ সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত মোট ১০ ঘণ্টা বাতিল থাকবে বেশকিছু ট্রেন। এছাড়া কিছু দূরপাল্লার ট্রেন ঘুরপথে চলবে। সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে কিছু ট্রেনের। বিস্তারিত দেখে নেওয়া যাক (Train Cancelled In Sealdah)। 

শনিবার বাতিল থাকছে এক জোড়া শিয়ালদা-নৈহাটি লোকাল ও শিয়ালদা-বনগাঁ লোকাল। এছাড়াও একটি শিয়ালদা-কৃষ্ণনগর লোকালও বাতিল রাখা হচ্ছে। এরপর রবিবার বাতিল থাকছে, তিন জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল, দুই জোড়া শিয়ালদা-বনগাঁ লোকাল, শিয়ালদা-হাবড়া লোকাল, শিয়ালদা-ডানকুনি লোকাল, শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ও শিয়ালদা-ব্যারাকপুর লোকার। বাতিল থাকছে এক জোড়া করে শিয়ালদা-দত্তপুকুর লোকাল, শিয়ালদা-হাসনাবাদ লোকাল, শিয়ালদা-নৈহাটি লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল ও শিয়ালদা-গেদে লোকাল। এছাড়া একটি কৃষ্ণনগর-শিয়ালদা লোকালও বাতিল থাকছে। 

পাশাপাশি ৭ তারিখ শুক্রবার 12378 পদাতিক এক্সপ্রেস ও  12988 আজমের-শিয়ালদা এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে কলকাতা টার্মিনাল স্টেশনে ডাইভার্ট করা হবে। আবার 12377 পদাতিক এক্সপ্রেস ও 12987 শিয়ালদা-আজমের এক্সপ্রেস ৮ তারিখ শনিবার শিয়ালদার পরিবর্তে কলকাতা টার্মিনাল স্টেশন থেকেই ছাড়বে।  
যে ট্রেনগুলির সময়সূচি বদলাচ্ছে সেগুলি হল, 13154 গৌর এক্সপ্রেস ৮ তারিখ রাত্রি ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে ৯ তারিখ ভোররাত ১টা ৪৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে। 12344 দার্জিলিং মেল ৮ তারিখ সন্ধে ৬টা ১৫ মিনিটের পরিবর্তে রাত্রি ৯টা ১৫ মিনিটে হলদিবাড়ি স্টেশন ছাড়বে। 12378 পদাতিক এক্সপ্রেস ৮ তারিখ বিকেল ৫টা ৪০ মিনিটের পরিবর্তে সন্ধে ৭টা ৪০ মিনিটে আলিপুরদুয়ার ছাড়বে। 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৯ তারিখ সন্ধে ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে রাত্রি ৮টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। 05422 বালুরঘাট-মালদা টাউন প্যাসেঞ্জার ৮ তারিখ সন্ধে সাড়ে ৬টার পরিবর্তে রাত্রি সাড়ে ১০টায় বালুরঘাট থেকে ছাড়বে। 

Advertisement

আরও পড়ুন - একযুগ পর মেষে মহাপ্রবেশ দেবগুরুর, স্বপ্ন সফলের যোগ ৫ রাশির

 

Advertisement