scorecardresearch
 
Advertisement
ভাইরাল

১০০ দিন একই পোশাকে কাটালেন এই মেয়ে! রেকর্ড গড়ে জিতলেন পুরস্কার

 ১০০ দিন একই পোশাক
  • 1/5

একটি পোশাক একটানা কতদিন ধরে আপনি পড়ে থাকতে পারেবন ? অনেকেই উত্তর দেবেন ২-৩ দিনের বেশি নয়। কিন্তু শুনলে অবাক হবেন, এক মহিলা টানা ১০০ দিন একই পোশাক পরে ছিলেন। 

সব কাজ চালিয়ে গিয়েছেন।
  • 2/5

 বোস্টনের বাসিন্দা ওই মহিলা সারা রবিনস কোল টানা ১০০দিন একই পোশাক পরে ছিলেন। ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর একটি চ্য়ালেঞ্জ নিয়েছিলেন। চ্যালেঞ্জটি ছিল ১০০ দিন একই পোশাক পরে থাকতে হবে। সেই মতো ১০০ দিন ধরে তিনি একই পোশাক পরে সব কাজ চালিয়ে গিয়েছেন।

অনেক পোশাক রয়েছে আলিমারিতে
  • 3/5

সারা জানিয়েছেন, এই চ্যালেঞ্জ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সেইসঙ্গে জানাচ্ছি ১ জানুয়ারি ২০২১ থেকে ১ জানুয়ারি ২০২২ পর্যন্ত আমি কোনও পোশাক কিংবা দ্রব্য কিনব না। কারণ আমার জন্য বাড়িতে অনেক পোশাক রয়েছে আলিমারিতে।

Advertisement
২০২০ সালে এই চ্যালেঞ্জটি নিয়েছিলেন
  • 4/5

২০২০ সালে এই চ্যালেঞ্জটি নিয়েছিলেন সারা। কারণ তিনি নতুন ফ্যাশনের পোশাক পরতে আর ইচ্ছুক নন। সেইসঙ্গে কাপড় ধোয়ার ফলে মাটির ক্ষতি থেকে তিনি রক্ষা করছে বলে দাবি। 

একটি ভাউচার দেওয়া হবে।
  • 5/5

১০০ দিনের এই চ্যালেঞ্জ যারা জিতবেন তারাও পুরস্কারও পাবেন। জানা গিয়েছে, তাদের ১০০ মার্কিন ডলারের একটি ভাউচার দেওয়া হবে।
 

Advertisement